বাংলাদেশের ১৩০ রানের লিডের পর ব্যাটিংয়ে নিউজিল্যান্ড
মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৩০ রানের লিড পেয়েছে সফরকারী বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে এখন কিউইরা।
ছয় উইকেটে ৪০১ রান নিয়ে চতুর্থ দিন খেলতে নামা বাংলাদেশ বাকি চার উইকেটে স্কোর বোর্ডে আজ মঙ্গলবার আরও ৫৭ রান যোগ করে। মিরাজ ৪৭ এবং ইয়াসির ২৬ করেছেন। বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে তাদের দ্বিতীয় সর্বোচ্চ ৪৫৮ রান করে। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ব্ল্যাকক্যাপরা এদিনও ভালো শুরু করতে পারেনি বাংলাদেশের বোলারদের সামনে। নবম ওভারে গিয়ে সাফল্যের দেখা পায় সফরকারীরা। প্রথম ইনিংসে মাত্র ১ রান করা অধিনায়ক টম লাথামের উইকেট তুলে নেন তাসিকন আহমেদ। আগের ইনিংসে তিনি উইকেটশূন্য ছিলেন। শেষ খবর পর্যন্ত নিউজিল্যান্ডের রান ১ উইকেটে ৪৩।
এর আগে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিন শেষে এগিয়ে ছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৩২৮ রানের জবাবে চার ব্যাটারের হাফসেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৪০১ রান করে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড প্রথম ইনিংস : ৩২৮
বাংলাদেশ প্রথম ইনিংস : (আগের দিন ৪০১/৬) ১৭৬.২ ওভারে ৪৫৮ (ইয়াসির ২৬, মিরাজ ৪৭, তাসকিন ৫, শরিফুল ৭, ইবাদত ০*; সাউদি ৩৮-৪-১১৪-২, বোল্ট ৩৫.২-১১-৮৫-৪, জেমিসন ৩৫-১১-৭৮-১, ওয়্যাগনার ৪০-৯-১০১-৩, রবীন্দ্র ২৮-৪-৬৭-০)
নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস : ৪৩/১ (তাসকিন ৫-১-১২-১. শরিফুল ৭-০-২১-০, মিরাজ ৩-২-২-০, ইবাদত ৩-১-৬-০)