বাংলাদেশ গেমস গলফের উদ্বোধন
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস গলফ প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ মঙ্গলবার প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফট্যানেন্ট জেনারেল এসএম শফিউদ্দীন আহমেদ।
প্রতিযোগিতায় ১২টি ক্লাব দল ছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, আনসার ও ভিডিপি দল সহ ১৭ দলের প্রায় ১৬০ জন গলফার ছয় ইভেন্টে ১৮ পদকের জন্য লড়বেন। প্রতিযোগিতার ভেন্যু কুর্মিটোলা গলফ ক্লাব।
আগামী ৯ এপ্রিল শুক্রবার সমপনী দিনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সেনাবহিনীর প্রদান এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ।
দেশের সাতটি জেলার ২৯টি ভেন্যুতে ৩১ ডিসিপ্লিনের পাঁচ হাজার ৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়বেন। এর মধ্যে স্বর্ণপদক রয়েছে ৩৭৮টি।
গেমসটি গত বছর এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সময় গেমস আয়োজন করা সম্ভব হয়নি।
গেমস আয়োজনে বাজেট ধরা হয়েছিল ৩৮ কোটি টাকা। শেষ পর্যন্ত তা কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে। সরকার থেকে ১৫ কোটি টাকা পাচ্ছে বিওএ।