বাংলাদেশ গেমস : নড়াইলে ভলিবল শুরু কাল
নবম বাংলাদেশ গেমসের ভলিবল প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল সোমবার। নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিওএর উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘প্রতিযোগিতায় ১১টি পুরুষ দল ও আটটি নারী দল খেলবে। চলবে ৯ এপ্রিল পর্যন্ত। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। খেলোয়াড়রা নড়াইলে পৌঁছেছেন।’
বিওএর এই কর্মকর্তা আরও বলেন, ‘স্বাস্থ্য বিধি মেনেই খেলা পরিচালিত হবে। লকডাউন হলেও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েনের পক্ষ থেকে খেলা শেষে খেলোয়াড়দের নিজ নিজ এলাকায় পৌঁছে দেওয়া হবে।’
পুরুষ দল : বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ তিতাস গ্যাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দিনাজপুর জেলা, কুমিল্লা জেলা, পঞ্চগড় জেলা, চট্টগ্রাম জেলা ও নড়াইল জেলা দল।
নারী দল : বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, পাবনা জেলা, রাজশাহী জেলা, চট্টগ্রাম জেলা, খুলনা জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও নড়াইল জেলা।