বাংলাদেশ গেমস : বডিবিল্ডিংয়ে সেরা যাঁরা
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে গতকাল শুক্রবার বডিবিল্ডিংয়ে পাঁচ ক্যাটাগরির ১৫ পদকের লড়াই শেষ হয়েছে। যার মধ্যে পুরুষ জুনিয়র ওপেন বিভাগে সোনা জিতেছেন নিউ গোল্ড জিম হেলথ অ্যান্ড ফিটনেস সেন্টারের মুশরাফি সাহিল। রুপা জিতেছেন গ্যালাক্সি জিমের মোহাম্মদ রেদোয়ান। ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশ বডিবিল্ডিংয়ের হযরত আলী অনিক।
পুরুষ মাস্টার বডিবিল্ডিং ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন আনসারের আবু সাইদ মোল্লা। রুপা জিতেছেন চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার শাহেদ আলী। ব্রোঞ্জ জিতেছেন ফিটনেস হেল্থ ক্লাবের জাকির হোসেন খান সজিব।
পুরুষ ফিজিক ১৬৬ সে. মি. দৈহিক উচ্চতা শ্রেণিতে স্বর্ণ জিতেছেন আনসারের মো. রবিউল ইসলাম। রুপা জিতেছেন শাকিল বডিবিল্ডিং ক্লাবের সাজ্জাদ হোসেন। ব্রোঞ্জ জিতেছেন সিলেট আইরন ওয়ারিয়র জিমের আবু বক্কর।
পুরুষ ফিজিক ১৭০ সে. মি. দৈহিক উচ্চতায় সেরা হয়েছেন গোল্ডেন জিমের সুমন খান। রুপা জিতেছেন বাংলাদেশ আনসারের শাকের উদ্দিন শাওন। ব্রোঞ্জ জিতেছেন গ্যালাক্সি জিমের মাহমুদুর রহমান।
পুরুষ ফিজিক ১৭৩ সে. মি. দৈহিক উচ্চতায় স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসারের এমরুল ইসলাম হৃদয়। রুপা জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সুজন আলী। ব্রোঞ্জ জেতেন রাজশাহী বডি কিং মাল্টি জিমের আকাশ।