‘বাংলাদেশ দলের পরিকল্পনায় ঘাটতি ছিল’
এক বছর পর টেস্ট খেলতে নেমে চরম হতাশায় ডুবেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের একটি দ্বিতীয় সারির দলের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন মুশফিক-মুমিনুলরা। দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা।
এমন হারের ব্যাখ্যা দিতে গিয়ে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করছেন, টেস্ট সিরিজে বাংলাদেশ দলের পরিকল্পনায় ঘাটতি ছিল। এমনকি এক পেসার নিয়ে খেলার ব্যাপারটি ঠিক হয়নি বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার।
এনটিভির সাপ্তাহিক অনুষ্ঠান গ্যালারিতে এসব কথা বলেন খালেদ মাসুদ। সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘অবশ্যই হার সব সময় খারাপ লাগে। তবে ওয়েস্ট ইন্ডিজের এমন একটি দলের বিপক্ষে হার আরো খারাপ লাগার। আমরা ভালো করিনি, ভালো খেলেনি। আমার কাছে মনে হয়, যারা বিশেষ করে ক্রিকেটের বড় জায়গায় আছে, তাঁদের ঠাণ্ডা মাথায় ভাবা উচিত যে, আমরা ক্রিকেটের কোন জায়গায় আছি। কোন জায়গায় আমাদের যাওয়া উচিত। শুধু যে হেরেছি এর জন্য পরিকল্পনা নয়, মাঝেমধ্যে জিতেও পরিকল্পনা করতে হবে। লম্বা সময়ের জন্য পরিকল্পনা থাকা উচিত। টেস্ট ক্রিকেট একদম আলাদা জায়গা। টেস্ট এমন একটা জায়গা, যেটা একটা ব্যাকরণ। যেখানে বেসিক থাকা লাগবে। ধৈর্য থাকা লাগবে।’
এরপর হারের ব্যাখ্যা করতে গিয়ে খালেদ মাসুদ বলেন, ‘শুধু মুমিনুলের কাছে আপনি বেশি আশা করতে পারবেন না। আমার তো মনে হয়, একাদশেও ঘাটতি আছে। এক পেসার নিয়ে কীভাবে খেলেন। যারা টিম বানিয়েছেন, তাদের মাথায় রাখা উচিত ছিল, এই শীতের মধ্যে কীভাবে আপনি একজন পেস বোলার খেলান! ম্যাচটি যদি মে মাসে বা এপ্রিলে হতো তখন সব স্পিনারদের নিয়ে খেলতে পারতেন। তখন গরমে এমনেই উইকেট ভাঙতো, বদলাতো, টার্ন করত। কিন্তু এই শীতে উইকেটে তো তেমন পরিবর্তন আসবে না। তাহলে আরেকটা পেস বোলার থাকলে অন্তত অধিনায়কেরও সাহায্য হতো। এই জায়গাগুলোতে ঘাটতি ছিল। আমাদের পরিকল্পনায় ঘাটতি ছিল।’
সাবেক এই অধিনায়ক আরো বলেন, ‘আমাদের এই ব্যাপারগুলো নিয়ে ভাবা উচিত ছিল। এখন থেকে যে ভাবনা শুরু করব তা নয়। যখন থেকে আমরা টেস্ট অ্যারেনায় পা রেখেছি তখন থেকে ভাবা উচিত ছিল। আরো ১৫-২০ বছর আগে ভাবা উচিত ছিল। যাদের ক্রিকেটের মেধা আছে তাদের দিয়ে ভাবানোর দরকার ছিল। বারবার পরিবর্তন কাম্য নয়। আমাদের হচ্ছে, দিনের পর দিন আমরা নিচের দিকে যাচ্ছি। আগে বাংলাদেশের প্রতিটি জেলায় লিগ হতো। এখন হয় না। তাহলে কীভাবে আপনি ভালো খেলোয়াড় পাবেন। বাংলাদেশ শুধু ভালো ফল চায়। কিন্তু ভালো ফল পাওয়ার জন্য তো আপনার ভালো খেলোয়াড় লাগবে।’