বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেলেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার নিক পোথাস। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডে হতে যাওয়া বাংলাদেশের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বিসিবির সঙ্গে পোথাসের চুক্তি হয়েছে ২ বছরের। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রায় এক দশকের কোচিং ক্যারিয়ারে পোথাস ২০১৭-১৮ সালে শ্রীলঙ্কা ও ২০১৮-১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন। এ ছাড়া, ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ ও ফিল্ডিং কোচের দায়িত্ব সামলেছেন তিনি। পাশাপাশি একটা সময় ছিলেন শ্রীলঙ্কার প্রধান ফিল্ডিং কোচ। বাংলাদেশে আসার আগে কর্মরত ছিলেন হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের উইকেটরক্ষক কোচ হিসেবে।
পোথাসের কোচিং ক্যারিয়ারের দিকে তাকালে বোঝা যায় কোচ হিসেবে তিনি বেশ পারদর্শী। সব বিভাগেই অভিজ্ঞতাসম্পন্ন ৪৯ বছর বয়সী এই কোচের অধীনে ভালো করবে বাংলাদেশ, সেই আশা রাখা যেতেই পারে। পোথাস নিজেও আশাবাদী বাংলাদেশকে নিয়ে। নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সম্মানিতবোধ করছি। বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রতিভার গভীরতা ও সব বিভাগেই শৃঙ্খলা থাকা সত্যিই অতুলনীয়। আমি বিশ্বাস করি, তাদের সঙ্গে সামনের কয়েকটি বছর বেশ দারুণ কাটবে।’
দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের জার্সিতে তিনটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ডান হাতি ব্যাটার পোথাস। তবে, প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্যারিয়ার মিলিয়ে ছয় হাজার রান আছে পোথাসের নামের পাশে। সবমিলিয়ে বলা যায়, কোচ হিসেবে অভিজ্ঞ নিক পোথাসের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের শক্তি নিঃসন্দেহে বাড়াবে।