বিদায় বলে দিলেন ‘সোনার ছেলে’ মিজানুর
তাঁর হাত ধরে অনেক সাফল্য পেয়েছে দেশ। সেনাবাহিনীর তারকা ক্রীড়াবিদ মিজানুর রহমান বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসেও ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। তায়কোয়ান্দোর ৮৭ কেজি(+) ওজন শ্রেণিতে জিতেছেন স্বর্ণপদক।
আজ বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রফিক খানকে ২৩-৯ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন মিজানুর।
এবার মিজানুর ফাইটিং ইভেন্ট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে তিনি চালিয়ে যেতে চান শুধু কৌশলের প্রদর্শনী পুমসে ইভেন্ট।
২০০৬ সালে কলম্বো এসএ গেমসে স্বর্ণপদক জিতেছিলেন মিজানুর। এর পর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অনেক সাফল্য পেয়েছেন তিনি। সব মিলেয়ে এখন পর্যন্ত তিনি জিতেছেন মোট ২৯টি স্বর্ণপদক।
ফাইটিং ইভেন্টকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে মিজানুর বলেন, ‘মনে হচ্ছে বিদায় বলে দেওয়ার এটিই সবচেয়ে ভালো সময়। তাই বিদায় বলে দিলাম। এটাই ফাইটিং ইভেন্টে আমার শেষ। ভবিষ্যতে আমি শুধু পুমসে ইভেন্টে খেলব। বয়স তো আর কম হলো না।’
এদিকে তায়কোয়ান্দোর নারী অনূর্ধ্ব-৬২ কেজি ওজন শ্রেণিতে আনসারের সালমা খাতুন ১৯-৬ স্কোরে সেনাবাহিনীর সাথী খাতুনকে হারিয়ে স্বর্ণ জিতেছেন। নারী অনূর্ধ্ব-৬৭ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর সুমাইয়া ইসলাম অ্যানিকে ২৩-১১ স্কোরে হারিয়ে সেরা হয়েছেন আনসারের শ্রাবনী।