বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড ম্যুর
বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নিয়োগ দেওয়া হলো ডেভিড ম্যুরকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রামের দায়িত্ব পেলেন ৫৮ বছর বয়সী এই অভিজ্ঞ অস্ট্রেলিয়ান।
ক্রিকেটের অগাধ জ্ঞান রাখা ম্যুর দেশের ক্রিকেটে ইতিবাচক পরিবর্তন আনবেন, এমন প্রত্যাশা রাখছে ভক্তরা। সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বিসিবি। ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে কাজ শুরু করবেন তিনি। জাতীয় দলের পাশাপাশি হাই পারফরম্যান্স দলের জন্য পরিকল্পনা সাজানোসহ এই দুই বছরে সব ধরনের প্রোগ্রাম ম্যুরের নির্দেশনা অনুযায়ী হবে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এছাড়া বারমুডা জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিন বছর। ছিলেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের রাজ্য দলের প্রধান কোচ। ডেভিড ম্যুরের ক্রিকেটীয় প্রজ্ঞা, দল পরিচালনা, খেলোয়াড়দের সার্বিক উন্নয়ন, কোচিং করানোর অভিজ্ঞতা তার উপর বাড়তি নজর রাখতে বাধ্য করবে।
বিসিবির হেড অব প্রোগ্রামের দায়িত্ব পেয়ে ম্যুর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, "আমি বেশ রোমাঞ্চ অনুভব করছি। সবার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে যা যা করা দরকার, আমি করব। খেলোয়াড়দের সেরাটা বের করে আনতে সেরাটা দিয়ে কাজ করব।"
হাই প্রোফাইল এই ক্রিকেট ব্যক্তিত্ব টাইগারদের দিয়ে কেমন হুংকার করাতে পারেন, তা সময়ই বলে দেবে। আপাতত, তার উপর আশা ও চোখ দুটোই রাখবে ভক্তরা।