বাংলাদেশ গেমস
ভলিবলে সেনাবাহিনী ও আনসারের সাফল্য
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস ভলিবল প্রতিযোগিতার পুরুষ বিভাগে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা বাংলাদেশ বিমান বাহিনীকে ৩-১ সেটে হারিয়ে স্বর্ণ-সাফল্য পায়।
গেমসের নারী বিভাগে বাংলাদেশ আনসার ৩-১ সেটে বাংলাদেশ পুলিশকে হারিয়ে স্বর্ণপদক জেতে।
ফাইনাল ম্যাচ শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, মেজর এ এফ এম আজমল হোসেন খান (পিএসসি), ক্যাপ্টেন ফাতির আব্দুল্লাহ, পৌরমেয়র আঞ্জুমান আরা, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েনের উপমহাসচিব ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।