মাহমুদউল্লাহ-মুশফিককে বিশ্বকাপে রাখা উচিত ছিল : তামিম
টি-টোয়েন্টি ফর্ম নিয়ে বেশ সময় ধরেই সমালোচিত হয়েছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। সমালোচনার জেরে এই ফরম্যাটকে বিদায় জানিয়ে দেন মুশফিক। তবে মাহমুদউল্লাহ টিকে ছিলেন। ধারণা করা হচ্ছিল, তাঁকে অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুযোগ দেওয়া হতে পারে। কিন্তু দলের সঙ্গে ক্যাম্পে রেখেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি।
ব্যাপারটি ঠিক হয়নি বলে মনে করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। তাঁর মতে, মাহমুদউল্লাহ-মুশফিককে বিশ্বকাপে রাখা উচিত ছিল।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তামিম। তাঁর কথায়, ‘দেখুন যে দলটা এখন খেলছে, কয়েকজনকে বাদ দিলে সেটা কিছুটা নতুন। যেকোনো নতুন কিছুতে সময় দিতে হবে। আমি আগেও বলেছি মুশফিক, রিয়াদ—তারা যদি বড় মঞ্চে বা বিশ্বকাপে থাকত আমার কাছে ভালো মনে হতো। কারণ, যখন পুরো বছর সিনিয়র ক্রিকেটারদের খেলিয়েছেন, তাহলে বিশ্বকাপের আগেই কেন (বাদ দেওয়া)? এটা যদি হতো বছরের শুরুতে, তাহলে ঠিক ছিল।’
সেই সঙ্গে নিয়মিত ওপেনারদের দিয়েই ওপেন করানো উচিত বলে মনে করেন তামিম। ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয়, যারা নিয়মিত ওপেন করে, তাদেরই ওপেন করা উচিত।’
সেই সঙ্গে বিসিবির সিদ্ধান্তকেও তুড়ি মারেননি তিনি। বরং সুযোগ যাতে দেওয়া হয়েছে তাঁদের পর্যাপ্ত সুযোগ দেওয়ার কথা বললেন অধিনায়ক, ‘এটাকে আমি ভুল বলতে পারব না। ধরেন রোহিত শর্মা, সে কিন্তু ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার। রোহিত তো পাঁচ-ছয়ে ব্যাট করত। এখন ওপেন করে তার ২৫টা সেঞ্চুরি। তাই আমি কাউকে দিয়ে হবে না বলে দিতে পারি না। তাদের সময় দিন।’