মিরাজের চোখের চোট কি গুরুতর? যা জানাল বিসিবি
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ আয়ারল্যান্ড সিরিজের দলে থেকেও খেলতে পারেননি প্রথম ওয়ানডে। মিরাজকে একাদশে না দেখে কিছুটা অবাকই হয়েছেন ভক্ত-সমর্থকরা। অনুশীলনের সময় চোখে চোট পেয়েছেন মিরাজ। তাই খেলা হয়নি প্রথম ওয়ানডে।
গতকাল শনিবার (১৮ মার্চ) একটি বেসরকারি গনমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী মিরাজের চোটের বিষয়ে বলেন, ‘মিরাজের চোখে এখনও রক্ত জমে আছে। উন্নতি হয়েছে যদিও, তবে খেলার মতো অবস্থায় নেই। আরও অন্তত একদিন তাকে পর্যবেক্ষণে রাখছি আমরা। রোববার আবার পরীক্ষা করে দেখা হবে।’
গত শুক্রবার (১৭ মার্চ) গা গরমের ফুটবল ম্যাচের শুরুর দিকেই হাসান মাহমুদের শট গিয়ে লাগে মিরাজের মুখে। মাঠে লুটিয়ে পড়েন তিনি তখনই। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করানো হয় তার। সেখানে পরীক্ষায় ফল আসে ভালো। তবে বাধা হয়ে দাঁড়ায় চোখের আঘাত। তার চোখে রক্ত জমাট বেঁধে যায়।
প্রথম ওয়ানডের আগ পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হলেও, শেষ পর্যন্ত পুরোপুরি সেরে না ওঠায় তাকে একাদশে রাখেনি টিম ম্যানেজমেন্ট। আগামীকাল সোমবার (২০ মার্চ) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে একাদশে দেখা যেতে পারে ডানহাতি এই অলরাউন্ডারকে।
প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়ে আত্নবিশ্বাসী বাংলাদেশের লক্ষ্য সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখে সিরিজ নিজেদের করে নেওয়া।