মেয়েদের টেনিসে সবকটি পদকই বিকেএসপির
রাজশাহীতে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস টেনিসে মেয়েদের দ্বৈতে স্বর্ণ, রুপা ও ব্রোঞ্জ, সবকটি পদকই পেয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) খেলোয়াড়রা।
গতকাল শনিবার রাতে অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে মেয়েদের দ্বৈত বিভাগে প্রথম স্বর্ণপদক জিতেছেন বিকেএসপির ঈশিতা আফরোজ ও জলি জুটি, রুপা জিতেছেন বিকেএসপির রিনভী ও সুবর্ণা জুটি ও ব্রোঞ্জ পদক জিতেছেন বিকেএসপির মাসুদা ও সাদিয়া।
সাতটি জেলার ২৯টি ভেন্যুতে ৩১ ডিসিপ্লিনের পাঁচ হাজার ৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়বেন। এর মধ্যে স্বর্ণ পদক রয়েছে ৩৭৮টি।
গেমসটি গত বছর এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে সেই সময় গেমস আয়োজন করা সম্ভব হয়নি।
গেমস আয়োজনে বাজেট ধরা হয়েছিল ৩৮ কোটি টাকা। শেষ পর্যন্ত তা কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে। সরকার থেকে ১৫ কোটি টাকা পাচ্ছে বিওএ।