মেয়ের জন্মদিনে সাকিবের আবেগঘন স্ট্যাটাস
আজ ৮ নভেম্বর পাঁচ বছরে পা দিয়েছে সাকিব আল হাসানের কন্যা আলাইনা হাসান অব্রি। মেয়ের আগের জন্মদিনগুলো খেলার ব্যস্ততায় হয়তো সেভাবে বিশেষ কিছু করা হতো না। কিন্তু এবারের জন্মদিন সাকিবকন্যার জন্য একটু আলাদা। কারণ, খেলার বাইরে থাকায় বিশেষ দিনটিতে বাবাকে কাছে পাচ্ছে ছোট্ট অব্রি।
বর্তমান ভারত সফরে আছে বাংলাদেশ জাতীয় দল। কিন্তু অনাকাঙ্ক্ষিত ভুল করে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। ফলে দলের সঙ্গে না গিয়ে পরিবারের সঙ্গে সময় কাটছে বিশ্বসেরা অলরাউন্ডারের।
২০১৫ সালের ৮ নভেম্বর সাকিব আল হাসান ও উম্মে শিশির আহমেদের ঘরে জন্ম নেয় অব্রি। মেয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন সাকিব। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমার জীবনকে চতুর্থ জন্মদিনের শুভেচ্ছা। তুমি আমার জীবনের সূর্যের আলো। আমার জীবনের সবচেয়ে বড় সুখের উৎস। পৃথিবীর অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসি তোমাকে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সাকিবপত্নী শিশিরও। একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। আমাদের পৃথিবীতে তুমি অনেক ভালোবাসা এনে দিয়েছ, যা কোনো শব্দ দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা তোমাকে পৃথিবীর অন্য যেকোনো কিছু চেয়ে বেশি ভালোবাসি।’