শতক হাঁকানো ইনিংসে জয়ের ৩৭ ধাপ উন্নতি
ডারবানে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন জয়। খেলেছেন ১৩৭ রানের চমৎকার এক ইনিংস। ডারবানের জয়ের শতক হাঁকানো ইনিংসটি প্রভাব ফেলেছে তাঁর র্যাঙ্কিংয়েও। আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৩৭ ধাপ উন্নতি করেছেন বাংলাদেশের এই ব্যাটার।
আজ বুধবার গত সপ্তাহের পারফরম্যান্স বিবেচনায় র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। তাতে ব্যাটারদের সেরা ১০০ জনের তালিকায় এক লাফে ৬৬তম তে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের জয়।
অন্যদিকে ডারবান টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। যার জন্য র্যাঙ্কিংয়ে সাত ধাপ পিছিয়ে গেছেন এই ব্যাটার। এই মুহূর্তে ৪৪তম অবস্থানে আছেন মুমিনুল হক। আরেক অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমও পিছিয়েন সাত ধাপ। তিনি আছেন আছেন ২৮তম স্থানে। লিটনের অবনতি হয়েছে দুই ধাপ। তিনি আছেন ১৭তম অবস্থানে। তবে বাংলাদেশের ব্যাটার মধ্যে লিটনই আছেন সবার ওপরে।
ব্যাটারদের তালিকার সেরা দশে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষ দুই স্থানে আছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ। তিনে আছেন নিউজিল্যান্ড তারকা কেইন উইলিয়ামসন। চার ও পাঁচ নম্বরে ইংল্যান্ড অধিনায়ক জো রুট ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।