সেন্ট লুসিয়ায় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাংলাদেশ
সিরিজের প্রথম টেস্টে বাজেভাবে হরেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার দ্বিতীয় টেস্টে লড়াইয়ে নামছেন সাকিব-তামিমরা। আজ শুক্রবার সেন্ট লুসিয়ায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে ম্যাচটা যেন ভালোভাবে শুরু করতে পারি। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী আমাদের খেলতে হবে। প্রথম দুই ঘণ্টা আমরা ভালোভাবে শুরু করার চেষ্টা করব। এটা আমাদের জন্য ভালো সুযোগ এবং চ্যালেঞ্জও। আশা করি সাফল্য আসবে।’
সেন্ট লুসিয়ার উইকেট সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এই উইকেটে পেস ও বাউন্স একটু থাকবে হয়তো। তবে তেমন একটা সাইডওয়েজ মুভমেন্ট থাকবে বলে আমার মনে হয় না।’
তারপরও এই উইকেটে বাংলাদেশ মানিয়ে নিতে পারবে বলে মনে করেন সাকিব, ‘এই উইকেটে সবাই মোটামুটি মানিয়ে নিতে পারবে। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড বা অন্যান্য দেশে এই ধরনের উইকেটই থাকে। আমাদের খেলোয়াড়রা যেহেতু সব জায়গায় খেলে, এখন তারা অভ্যস্ত, তাই খুব একটা সমস্যা হওয়ার কথা না।’
এদিকে সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি যথাক্রমে ২ এবং ৩ জুলাই ডোমিনিকাতে এবং তৃতীয়টি ৭ জুলাই গায়ানায় হবে।
১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় তিনটি ওয়ানডে হওয়ার কথা।