স্বাধীনতা দিবসে আকরাম-নান্নুদের নিয়ে টি-টেন ম্যাচ
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতি বছরই প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারও ব্যতিক্রম নয়। আগামীকাল রোববার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসে একটি টি-টেন প্রীতি ম্যাচের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আজ শনিবার এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বিসিবি। এই ম্যাচে সাবেক ক্রিকেটাররা দুদলে ভাগ হয়ে মুখোমুখি হবেন। একটি হলো লাল দল, অন্যটি সবুজ দল। মিরপুরের একাডেমি মাঠে ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।
দুদলে মোট ৩০জন ক্রিকেটার অংশ নেবেন। সবমিলিয়ে কাল স্বাধীনতা দিবসে শেরেবাংলার একাডেমি মাঠ রূপ নেবে সাবেক ক্রিকেটারদের মিলন মেলায়।
বাংলাদেশ লাল দল: মেহরাব হোসেন, জাভেদ ওমর বেলিম, তুষার ইমরান, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ, সানোয়ার হোসেন, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলি খান, হাসানুজ্জামান ঝড়ু, এহসানুল হক, তালহা জুবায়ের, শফিউদ্দিন আহমেদ বাবু, আব্দুর রাজ্জাক, দিপু রায় চৌধুরী, মোহাম্মদ আলি।
বাংলাদেশ সবুজ দল: হান্নান সরকার, শাহরিয়ার নাফীস, আতহার আলি খান, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, নাজমুল হোসেন, মিজানুর রহমান, ফাহিম মুন্তাসির, হাসিবুল হোসেন, রবিউল ইসলাম, এএসএম রকিবুল হাসান।