স্বাধীনতা দিবসে পাইলটদের হারালেন নান্নুরা
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ক্রিকেট ম্যাচে মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে আজ শনিবার (২৬ মার্চ) শেরেবাংলার একাডেমিতে ম্যাচটি আয়োজন হয়। যেখানে খালেদ মাসুদ পাইলটের সবুজ দলকে হারিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর লাল দল।
বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে ম্যাচটি খেলেন। ম্যাচটি হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। যাতে সবুজ দলকে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়ে উচ্ছ্বাসে ভাসে লাল দল।
শেরেবাংলার একাডেমিতে ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে লাল দল। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রানের দারুণ ইনিংস উপহার দেন রাজিন সালেহ। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১০টি ছয় ও ৩টি বাউন্ডারিতে। ব্যাট হাতে ভালো করেছেন তুষার ইমরানও। তিনি খেলেছেন ৩৮ বলে ৭৭ রানের ইনিংস। এ ছাড়া ২৭ রান করেন হান্নান সরকার। ৩২ রান করেন এম এ রবিন। ব্যাটিংয়ে নামতে হয়নি নান্নুকে।
রান তাড়া করতে নেমে ১৮.৫ ওভারে ১৯৫ রানে অলআউট হয় সবুজ দল। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন জামাল বাবু। এ ছাড়া জাবেদ ওমর ও জাহাঙ্গীর আলম করেন সমান ৩১ করে রান।
মূলত ম্যাচটি জয়-পরাজয়ের চেয়ে বড় ব্যাপার হলো সাবেক ক্রিকেটারদের মিলিত হওয়া। ক্রিকেটাররা বিশেষ দিনে ম্যাচটি খুব উপভোগ করেছেন। ম্যাচ শেষে সবাই মিলে উড়িয়েছেন দেশের পতাকা।