‘হাথুরুসিংহের অধীনে বিশ্বকাপ জিততে চায় বাংলাদেশ’
দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এই কোচের অধীনেই ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ , এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে আলাপকালে সুজন বলেন, ‘আমরা যেহেতু ওয়ানডে ফরম্যাটে ভালো দল। তাই আসন্ন বিশ্বকাপে আমাদের ভালো সুযোগ রয়েছে। আপনি যদি বলেন, তাহলে আমরা যেটা এখনো করতে পারিনি সেটাই করতে চাই। আমরা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে চাই।’
সুজন আরও বলেন, ‘সিরিজ জেতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে আগাতে হবে। আপনি যদি বিশ্বকাপে ভালো করতে চান বা জিততে চান তাহলে আপনাকে একটা পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে। আর আমরা জানি, হাথুরুসিংহে এই বিষয়গুলো নিয়ে খুবই ভালো বোঝে। সে নিশ্চিতভাবে ভালো কিছু করার পরিকল্পনা নিয়েই আসছে। সে আসলে এগুলো নিয়ে আমরা বিস্তরভাবে কাজ করার সুযোগ পাব।’
ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজ দিয়েই শুরু হবে হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদের দায়িত্ব। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ১৪ জনের ঘোষিত ওয়ানডে দল ছাড়াও ২১-২২ জন ক্রিকেটার নিয়ে অনুশীলন শুরু করবেন হাথুরু। সেই জন্যই আগেভাগেই আসছেন হাথুরু। আগামী ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ।