২৪৫ রানে থামল বাংলাদেশ, ক্যারিবীয়দের চাই ৮৪
চরম বিপর্যয়ের পরও লড়াই জমিয়ে তোলেন সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান। দুজনের হাফসেঞ্চুরিতে প্রায় আড়াইশ’র কাছাকাছি সংগ্রহ গড়ে বাংলাদেশ। কিন্তু তাতে ওয়েস্ট ইন্ডিজকে বড় লক্ষ্য দিতে পারল না সফরকারীরা। প্রথম ইনিংসের লিড থাকায় জয়ের জন্য মাত্র ৮৪ রানের লক্ষ্য পেল ওয়েস্ট ইন্ডিজ।
আজ শনিবার টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে থামে বাংলাদেশ। টপ অর্ডারদের চরম ব্যর্থতার পর এই রান পেতে বাংলাদেশের হয়ে লড়াই করেন সাকিব ও সোহান। দুজনেই তুলে নেন ব্যক্তিগত হাফসেঞ্চুরি।
ব্যাট হাতে ৬৩ রানের ইনিংস উপহার দেন সাকিব। ৯৯ বলে তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি। তাঁর সঙ্গে উইকেটে থেকে ৬৪ রান করেন সোহান। ১৪৭ বলে তিনি হাঁকান ১১টি বাউন্ডারি। এই দুজন ছাড়া ১৫৩ বলে ৪২ রান করেছেন মাহমুদুল হাসান জয়।
বাকিরা সবাই প্রথম ইনিংসের মতোই ব্যর্থ হন। শান্ত, মুমিনুল, মিরাজ, লিটন, তামিম কেউই দায়িত্ব নিয়ে বাংলাদেশের হাল ধরতে পারেননি।
বাংলাদেশকে দ্রুত থামাতে বল হাতে সবচেয়ে বেশি সাফল্য পান কেমার রোচ। ৫৩ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। এ ছাড়া তিন উইকেট নেন আলজারি জোসেফ। আর কাইল মায়ার্স নেন দুটি উইকেট।
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দলের চরম বিপদে হাল ধরেন সাকিব আল হাসান। আজ শনিবার তৃতীয় দিনের প্রথম সেশনেই ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে উদ্ধার করেন সাকিব। নুরুল হাসান সোহানকে নিয়ে শক্ত জুটি উপহার দেন। তাঁকে সঙ্গে দ্বিতীয় সেশনেই টপকে যান ক্যারিবীয়দের লিড। এরপর নিজে ব্যক্তিগত হাফসেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক।
৮২ বলে ব্যক্তিগত হাফসেঞ্চুরি স্পর্শ করেন সাকিব। তাঁর হাফসেঞ্চুরিটি সাজানো ছিল চার বাউন্ডারিতে। সাকিবের পঞ্চাশ ছোঁয়ার পরেই বাংলাদেশ দুইশ পূর্ণ করে। ৭৪ ওভারে বাংলাদেশ দুইশ'র ঘরে পা রাখে। নুরুলের সঙ্গে জুটি বেঁধে বিপদের মুহূর্তে জুটি গড়ে অ্যান্টিগায় আজ দিনের দ্বিতীয় সেশন পার করেন বিশ্বসেরা অলরাউন্ডার।
ওয়েস্ট ইন্ডিজের লিডের চাপ নিয়ে অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিনের লড়াই শুরু করেছে বাংলাদেশ। আজ শনিবার লড়াইয়ে নেমে দিনের শুরুতেই ধাক্কা খেল সফরকারীরা। ভালো শুরুর আভাস দিয়ে সাজঘরে ফিরে গেছেন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। লম্বা সময় ধরে ব্যর্থতার বৃত্তে আটকে থাকা শান্ত স্লিপে ক্যাচ দিয়ে আজ ফিরেছেন ১৭ রানে।
এরপর মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও লিটন দাসের উইকেটও হারায় বাংলাদেশ। দ্রুত উইকেট হারিয়ে প্রথম সেশনেই খুব চাপে পড়ে বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনে নুরুলকে নিয়ে কিছুটা লড়াইয়ের আশা জাগাচ্ছেন সাকিব।
অ্যান্টিগা টেস্টের প্রথম দিনে একচেটিয়া দাপট দেখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল শুক্রবার বোলারদের কল্যানে দ্বিতীয় দিনে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। তবে লড়াইয়ে ফিরলেও বাংলাদেশের ক্রিকেটারদের মাথার ওপর এখন বড় চাপ ওয়েস্ট ইন্ডিজের লিড। সেই লিড টপকে বড় সংগ্রহ গড়ার কঠিন চ্যালেঞ্জ নিয়ে আজ শনিবার টেস্টের তৃতীয় দিন শুরু করেছে সাকিব আল হাসানের দল।
গতকাল শুক্রবার দিনের তৃতীয় সেশনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৫০ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ২৬৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ১৬২ রানের লিড পায় স্বাগতিকরা। এই লিড থেকে এখনো ১১২ রানে পিছিয়ে থেকে আজ শনিবার টেস্টের তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ।
কাল দিনের প্রথম সেশনটা যেভাবে শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ তাতে বড় ইনিংসের আভাসই মিলছিল। তবে পরের দেড় সেশনে ক্যারিবীয়দের সেই লক্ষ্য পূরণ হতে দিলেন না বাংলাদেশি বোলাররা। মিরাজ-ইবাদতদের বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে নিজেদের নাগালের মধ্যেই থামায় বাংলাদেশ।
বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে ভালো করেছেন মেহেদী হাসান মিরাজ। ৫৯ রান দিয়ে চার উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। দুই করে নিয়েছেন খালেদ আহমেদ ও ইবাদত হোসেন। একটি করে নিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ১০৩
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৬৫
বাংলাদেশ ২য় ইনিংস: (আগের দিন ৫০/২) ৯০.৫ ওভারে ২৪৫ (জয় ৪২, শান্ত ১৭, মুমিনুল ৪, লিটন ১৭, সাকিব ৬৩, সোহান ৬৪, ইবাদত ১, মুস্তাফিজ ৭, খালেদ ০*; রোচ ২৪.৫-১০-৫৩-৫, সিলস ১৪-১-৪৫-০, জোসেফ ১৯-৬-৫৫-৩, মেয়ার্স ১৩-৩-৩০-২, মোটি ১৫-২-৪২-০, রিফার ৫-১-১৭-০)।