৯ বছর পর এমন লজ্জা বাংলাদেশের
চতুর্থ দিনেই ঢাকা টেস্ট জিতে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজে যতটা দাপট দেখিয়েছে বাংলাদেশ, টেস্টে তারচেয়ে বেশি হতাশ করেছেন তামিম-মুশফিকরা। চট্টগ্রামে হারের পর ঢাকা টেস্টে আজ রোববার ১৭ রানে হেরেছে বাংলাদেশ।
দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দীর্ঘ নয় বছর পর দেশের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার লজ্জা পেয়েছে স্বাগতিকরা। শেষবার হোয়াইটওয়াশটা হয়েছে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই। ২০১২ সালের নভেম্বরে এই ক্যারিবীয়দের কাছেই হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।
তবে এবারের দলটির কাছে হারই বেশি লজ্জাজনক। করোনাভাইরাসের ইস্যুতে এই সফরে আসতে পারেননি ক্যারিবীয়দের নিয়মিত খেলোয়াড়রা। অনেকটা দ্বিতীয় সারির দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে তাঁরা। আর এই নতুনদের নিয়ে গড়া দল দিয়েই বাংলাদেশকে টেস্টে নাকানি-চুবানি খাওয়াল সফরকারীরা।
দুই টেস্টেই চরম ব্যর্থ বাংলাদেশ। চট্টগ্রামে ব্যাটসম্যানরা রানের দেখা পেলেও কাইল মায়ার্সের ইতিহাস গড়া ব্যাটিংয়ে তিন উইকেটে হারে বাংলাদেশ। এবার ঢাকা টেস্টে হারল ১৭ রানে। সব মিলিয়ে সিরিজ হারে ২-০ ব্যবধানে।
আজ রোববার নিয়ন্ত্রিত বোলিংয়ে ব্যাটসম্যানদের কাজ সহজ করে দিয়েছিলেন তাইজুল-রাহিরা। কিন্তু নিজেদের দায়িত্বটা মোটেও পালন করতে পারেননি ব্যাটসম্যানরা। উইকেটে আসা-যাওয়ায় ব্যস্ত ছিলেন তাঁরা। স্রোতের বিপরীতে ছিলেন কেবল মেহেদী হাসান মিরাজ। দশম উইকেটে শেষ পর্যন্ত লড়াই করেছেন তিনি। জয়ের আশাও জাগিয়েছিলেন। কিন্তু পারলেন না শেষ পর্যন্ত। হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিকদের।
ঢাকা টেস্টের চতুর্থ দিন ২৩১ রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে ২১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দুই ইনিংসে নয় উইকেট নিয়ে ক্যারিবীয়দের জয়ে বড় ভূমিকা রেখেছেন রাকিম কর্নওয়াল।