ফেনী ফুটবলে চ্যাম্পিয়ন রামপুর বয়েজ ক্লাব
ফেনীতে শেখ কামাল নিটল টাটা প্রথম বিভাগ ফুটবল লিগে জুনিয়র সকার ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফেনী রামপুর বয়েজ ক্লাব। আজ শুক্রবার ফেনীতে ভাষাশহীদ সালাম স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের জেলা ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান মনজুর কাদের। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ উদ্দিন আহম্মদ চুন্নু।
গত ৯ মে ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল নিটল টাটা প্রথম বিভাগ লীগ ২০১৪-১৫ শুরু হয়।
প্রধান অতিথি মনজুর কাদের তাঁর বক্তব্যে বলেন, ‘ঢাকা মোহামেডান, আবাহনী ও শেখ জামালের খেলা দেখেছি। আজকের খেলা সে মাপের চেয়ে কোনো অংশে কম নয়।’