আয়ারল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ
বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে বড় একটা ধাক্কা খেল বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়াই করে হার তবু মেনে নেওয়া যায়। কিন্তু বৃহস্পতিবার আয়ারল্যান্ডের কাছেও ৪ উইকেটের হার মাশরাফির দলকে দুশ্চিন্তায় রাখবেই। সিডনিতে ১৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পেয়েছে আয়ারল্যান্ড।
যার অর্থ, টানা চারটি হার দিয়ে পঞ্চম বিশ্বকাপ-অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। আনুষ্ঠানিক দুটি প্রস্তুতি ম্যাচের আগে ব্রিসবেনে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে দুটি অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচেও হার মানতে হয়েছিল মাশরাফি-সাকিব-তামিমদের।
ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক ওভালে টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের আরেকটি হারের বড় কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। আইসিসির সহযোগী সদস্য আয়ারল্যান্ডের দুই নতুন বলের বোলার ম্যাক্স সোরেনসেন ও জন মুনির তোপে ৪৮.২ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার।
পঞ্চম ওভারে তামিম ইকবালকে (৪) হারানোয় বাংলাদেশের শুরুটা একদমই ভালো হয়নি। অন্য ওপেনার এনামুল হক খেলেছেন ৭২ বলে ২৫ রানের ধৈর্যশীল ইনিংস। মুমিনুল হক ফিরে গেছেন মাত্র ৮ রান করে।
৩০ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর ৫৮ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন এনামুল ও চার নম্বরে নামা সৌম্য। এনামুল বিদায় নেন ২৪তম ওভারের প্রথম বলে। ২৯তম ওভারে সৌম্য (৪৫) রানআউট হয়ে গেলে চাপ বেড়ে যায় আরও। তখন ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১০ রান। সৌম্যর আগে সাজঘরে ফিরে যান সাকিব আল হাসান (৮)।
মুশফিকুর রহিম (২৬), সাব্বির রহমান (২০) ও অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা (২২) ব্যাট হাতে লড়াই করলেও ২০০ রানও করতে পারেনি বাংলাদেশ। তিনটি করে উইকেট নিয়েছেন সোরেনসেন ও মুনি।
ব্যাটিং ব্যর্থতা বল হাতে পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মাশরাফি-তাসকিন-তাইজুলরা। ৭৪ রানে পল স্টার্লিং (৫), উইলিয়াম পোর্টারফিল্ড (২৪), নিয়াল ও’ব্রায়েন (৫) ও গ্যারি উইলসনকে (৯) ফিরিয়ে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন তাঁরা। সে সময় বাকি ২৫ ওভারে আয়ারল্যান্ডকে করতে হতো ১১৬ রান। কিন্তু এড জয়েসের ৪৭ ও অ্যান্ডি ব্যালবার্নির অপরাজিত ৬৩ রানের দুটো মূল্যবান ইনিংস সহজ জয় এনে দেয় আইরিশদের।
বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম দুটি এবং একটি করে উইকেট পেয়েছেন সাকিব, নাসির হোসেন, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ৪৮.২ ওভারে ১৮৯ (তামিম ৪, এনামুল ২৫, মুমিনুল ৮, সৌম্য ৪৫, সাকিব ৮, মুশফিকুর ২৬, সাব্বির ২০, নাসির ৬, মাশরাফি ২২, তাইজুল ০, তাসকিন ০*; মুনি ৩/৩২, সোরেনসেন ৩/৩১, কেভিন ও’ব্রায়েন ১/৩৯, ডকরেল ১/২৪, ম্যাকব্রাইন ১/১১)
আয়ারল্যান্ড : ৪৬.৫ ওভারে ১৯০/৬ (পোর্টারফিল্ড ২৪, স্টার্লিং ৪, জয়েস ৪৭, নিয়াল ও’ব্রায়েন ৫, উইলসন ৯, ব্যালবার্নি ৬৩*, কেভিন ও’ব্রায়েন ২৩, মুনি ২*; তাইজুল ২/২৯, নাসির ১/১৩, সাকিব ১/২৭, আল আমিন ১/৪০, তাসকিন ১/৪৮)