ক্রিকেট মাঠে আবার মৃত্যুর হানা
ফিলিপ হিউজের দুঃস্মৃতি এবার ফিরে এলো যুক্তরাজ্যে। ক্রিকেট-বিশ্বে আবার আলোচনায় ‘বল’ নামক ঘাতক! বল এবার কেড়ে নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ খেলোয়াড় বাভালন পথমানাথানের জীবন। উদীয়মান এই ক্রিকেটারের বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
গতকাল মঙ্গলবার রাতে প্রকাশিত এক খবরে বিবিসি স্পোর্টস জানিয়েছে, রোববার ইংল্যান্ডের সারের ব্রিটিশ-তামিল লিগের তৃতীয় ডিভিশনের ম্যাচে মানিপে প্যারিস স্পোর্টস ক্লাবের হয়ে ব্যাট করছিলেন বাভালন। হঠাৎ প্রতিপক্ষের বোলারের একটি বাউন্স আঘাত হানে তাঁর বুকে। মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্স করে তাঁকে কিংস্টন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরই মধ্যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
এর আগে গত বছর নভেম্বরে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ফিল হিউজ বলের আঘাতে মারা গিয়েছিলেন। দেশটির ঘরোয়া ক্রিকেট খেলতে গিয়ে মাথায় বলের আঘাত পেয়ে নিহত হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ক্রিকেট-বিশ্বে শোকের ছায়া নেমে এসেছিল।