নতুন উচ্চতায় সাঙ্গাকারা
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩৩২ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কাকে জয় এনে দিতে পারেননি। দলীয় ১২৯ রানে ফিরে এসেছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে। তবে তার আগে ৩৯ রান করে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন কুমার সাঙ্গাকারা।
শ্রীলঙ্কার উইকেটরক্ষক-ব্যাটসম্যান ১০ রান করে প্রথমে স্পর্শ করেছেন বিশ্বকাপে হাজার রানের মাইলফলক। সনাথ জয়সুরিয়া ও অরবিন্দ ডি সিলভার পর তৃতীয় শ্রীলঙ্কান হিসেবে বিশ্বকাপে এক হাজার রান করলেন ‘সাঙ্গা’। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তাঁর অবস্থান এখন একাদশ। আর ৭০ রান করলেই ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ১১০০ রানের ঘরে চলে যাবেন সাঙ্গাকারা।
বিশ্বকাপ ছাড়াও আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রিকি পন্টিংকে পেছনে ফেলে সাঙ্গাকারা এখন দ্বিতীয় স্থানে। ওয়ানডেতে তাঁর সংগ্রহ ১৩ হাজার ৭৩২ রান। তৃতীয় স্থানে নেমে যাওয়া পন্টিংয়ের রান ১৩ হাজার ৭০৪। এই তালিকায় সবার ওপরে থাকা শচিন টেন্ডুলকার এই দুজনের চেয়ে অনেক এগিয়ে। ভারতের ব্যাটিং-কিংবদন্তি ১৮ হাজার ৪২৬ রান নিয়ে ধরাছোঁয়ার বাইরেই বলা যায়।
ক্রাইস্টচার্চে সাঙ্গাকারার পাশে দাঁড়ানোর সম্ভাবনা ছিল মাহেলা জয়াবর্ধনেরও। ২৫ রান করতে পারলে তিনিও বিশ্বকাপে হাজার রানের মাইলফলক স্পর্শ করতে পারতেন। কিন্তু রানের খাতা খোলার আগেই আউট হয়ে যাওয়ায় পরের ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে শ্রীলঙ্কার সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটসম্যানকে।