উর্দু বলে বিপাকে সালমা
টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচেই হেরে পাকিস্তান সফরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এরই মধ্যে মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্যও সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। সংবাদ সম্মেলনে উর্দু বলায় সালমাকে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদ সম্মেলনে শুধু বাংলা বা ইংরেজিতে কথা বলার নির্দেশ ছিল বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি। কিন্তু সংবাদ সম্মেলনে উর্দুতেও কিছু কথা বলতে দেখা গেছে সালমাকে। এ জন্য টিম ম্যানেজমেন্টের কাছে ব্যাখ্যা চেয়েছে বিসিবি। পাকিস্তান সফরে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ম্যানেজার শফিকুল হক বলেছেন, ‘আমাদের প্রতি নির্দেশ ছিল সাক্ষাৎকার বা সংবাদ সম্মেলনে শুধু বাংলা বা ইংরেজিতে কথা বলার। আমাকে দলের সঙ্গে থাকতে ও খেলোয়াড়দের কথাগুলো ইংরেজিতে অনুবাদ করে দেওয়ার কথা বলা হয়েছিল।’
বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান বা ভারত সফরের সময় খেলোয়াড় ও কর্মকর্তারা যেন উর্দু বা হিন্দিতে কথা না বলেন, সে জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশনা দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে।