সাকিবের নতুন ব্যাট
বিশ্বকাপের আগে সবকিছুতে যেন নতুনত্ব আনতে চাইছেন সাকিব আল হাসান। কয়েক দিন আগে চুলে নতুন ছাঁট দিয়েছিলেন। এবার বিশ্বকাপের জন্য নতুন একটা ব্যাটও নিয়ে এসেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নতুন ব্যাটের ছবি পোস্ট করেছেন সাকিব।
এ সময়ের অন্যতম সেরা অলরাউন্ডারের ব্যাটটি তৈরি করেছে দুবাইয়ের একটি ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়াস স্পোর্টস। সাকিবকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। এর আগে পাকিস্তানের শহীদ আফ্রিদি ও সাঈদ আজমলকে খেলতে দেখা গেছে এই ব্যাট দিয়ে।
সাকিবের নতুন ব্যাটের নাম ‘স্ট্রাইকার’। ব্যাটের নিচের অংশে তাঁর ছবি ও নামও লেখা আছে।
ফেসবুকে নতুন ব্যাটের ছবি দিয়ে সাকিব লিখেছেন, ‘এটা আমার নতুন ব্যাট। খুব ভালো, তাই না? আমার খুবই পছন্দ হয়েছে।’
পছন্দের ব্যাট দিয়ে বিশ্বকাপে সাকিবকে ঝড় তুলতে দেখার অপেক্ষায় বাংলাদেশের মানুষ।