নিউজিল্যান্ডে হেরেই চলেছে পাকিস্তান
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরে গিয়ে শুধু হতাশই হতে হচ্ছে পাকিস্তানকে। দুটি প্রস্তুতি ম্যাচ হেরে যাওয়ার পর প্রথম ওয়ানডেতেও পাত্তা পায়নি তারা। শনিবার গ্র্যান্ট এলিয়টের অলরাউন্ড পারফরম্যান্স সাত উইকেটের সহজ জয় এনে দিয়েছে স্বাগতিকদের।
সিরিজের দ্বিতীয় ও শেষ ওয়ানডে হবে আগামী মঙ্গলবার।
ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে জয়ের জন্য ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। ১২ ওভারে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম (১৭) ও টম ল্যাথামের (২৩) উইকেট হারিয়ে ৭৫ রান করে ফেলে কিউইরা।
১৯তম ওভারে আসে পাকিস্তানের শেষ সাফল্য, ৩৯ রান করা মার্টিন গাপটিলকে ফিরিয়ে দেন মোহাম্মদ ইরফান। দলীয় ১০১ রানে তৃতীয় উইকেট হারানোর পর পাকিস্তানকে আর কোনো সুযোগ দেননি রস টেলর (৫৯*) ও এলিয়ট (৬৪*)। চতুর্থ উইকেটে ১১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ১০ ওভার ৩ বল হাতে রেখে কিউইদের লক্ষ্যে পৌঁছে দেন তাঁরা।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক মিসবাহ-উল-হকের দৃঢ়তাপূর্ণ ও শহীদ আফ্রিদির আক্রমণাত্মক ব্যাটিংয়ে কোনো রকমে ২০০ পার হয় পাকিস্তান। ১২৭ রানে ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটে মাত্র ৩৮ বলে ৭১ রানের জুটি গড়েন দুজনে। আফ্রিদির ২৯ বলে ৬৭ রানের ঝোড়ো ইনিংসে ছিল ৯টি চার ও তিনটি বিশাল ছক্কা। মিসবাহর ৫৮ রান এসেছে ৮৭ বলে।
২৬ রানে তিন উইকেট নিয়ে নিউজিল্যান্ডের সেরা বোলার এলিয়ট। ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি।