আবারও তিন ফরম্যাটের শীর্ষে সাকিব
নতুন বছরের শুরুটা দারুণভাবে করেছিলেন সাকিব আল হাসান। প্রথম ক্রিকেটার হিসেবে একই সঙ্গে সব ফরম্যাটের ক্রিকেটের শীর্ষ অলরাউন্ডার হওয়ার অনন্য রেকর্ড গড়েছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। ১০ দিন বাদে ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা হাতছাড়া হয়ে গেলেও আজ সোমবার আবার সেটা ফিরে পেয়েছেন সাকিব। বিশ্বকাপের আগ দিয়ে আবারও বিশ্বসেরার আসন ফিরে পাওয়া নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে বাংলাদেশের এই অলরাউন্ডারকে।
টি২০ ও টেস্ট ক্রিকেটে শীর্ষ অলরাউন্ডারের স্থানটি আগে থেকেই ছিল সাকিবের দখলে। এ বছরের শুরুতে অ্যাঙ্গেলো ম্যাথুসের দুর্বল পারফরম্যান্সের কারণে কোনো ম্যাচ না খেলেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন সাকিব। ১০ দিন পরেই অবশ্য তাঁকে নেমে যেতে হয় তৃতীয় স্থানে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়ে প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছিলেন ম্যাথুস ও তিলকারত্নে দিলশান। কিন্তু পরের ম্যাচগুলোতে আবারও নিষ্প্রভ হয়ে পড়ায় জায়গা হারাতে হয়েছে এ দুই শ্রীলঙ্কান ক্রিকেটারকে। এর মধ্যে কোনো ম্যাচ না খেলেই শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব।
ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এই তিনজনের লড়াইটা অবশ্য হচ্ছে হাড্ডাহাড্ডি। ৪০৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন সাকিব। দ্বিতীয় স্থানে থাকা ম্যাথুসের সংগ্রহ ৩৯৩ পয়েন্ট। তাঁর চেয়ে মাত্র তিন পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছেন দিলশান।
টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা বেশ ভালোমতোই নিজের দখলে রেখেছেন সাকিব। তাঁর নামের পাশে আছে ৩৯৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা ফিল্যান্ডারের সঙ্গে সাকিবের ব্যবধান ৫৭ পয়েন্ট।
টি২০-তে সাকিবের প্রধান প্রতিপক্ষ পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তাঁদের মধ্যে পয়েন্ট ব্যবধান ১৪।