বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন হাফিজ
এমনিতেই মাঠের পারফরম্যান্স ভালো নয়। ‘মড়ার উপর খাঁড়ার ঘা’য়ের মতো পাকিস্তান দলে যোগ দিয়েছে চোটগ্রস্ত খেলোয়াড়দের মিছিল। এবার ক্রিকেটারদের সবচেয়ে বড় ‘শত্রু’ বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে মোহাম্মদ হাফিজকে।
হাঁটুর ইনজুরির কারণে পেসার উমর গুল বিশ্বকাপের দলে সুযোগ পাননি। ১৫ জনের চূড়ান্ত দলে থাকলেও পায়ের পেশির চোট আরেক পেসার জুনায়েদ খানকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যেতে দেয়নি। হাফিজেরও একই পরিণতি হলো।
গত ৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলার সময় গোড়ালিতে চোট পান হাফিজ। এই চোটই কাল হয়ে দাঁড়াল ৩৪ বয়সী অলরাউন্ডারের জন্য।
হাফিজের জায়গায় ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার নাসির জামশেদ।