বিশ্বকাপে যে কারণে বদলাতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি
ওয়ানডে বিশ্বকাপের বাকি আছে আড়াই মাসের কম সময়। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হবে এবারের ওয়ানডে বিশ্বকাপ। ইতোমধ্যে টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিশ্বকাপের সবচেয়ে আকাঙ্খিত ম্যাচ ভারত-পাকিস্তানের লড়াই।
সূচি অনুযায়ী ১৫ অক্টোবর গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বিশ্বের সবেচয়ে বেশি এক লাখ ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে ম্যাচটি দেখতে ইতোমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। তবে, নিরাপত্তা ইস্যুতে ১৫ অক্টোবর সেখানে ম্যাচটি না-ও হতে পারে, এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
আজ বুধবার (২৬ জুলাই) হিন্দুস্তান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, ১৫ অক্টোবর নবরাত্রি উৎসবের প্রথম দিন। সারা ভারতেই বেশ আয়োজনের সঙ্গে পালন করা হয় নবরাত্রি। বিশেষ করে গুজরাটে সারা রাত ধরে ঐতিহ্যবাহী গরবা নাচের সঙ্গে নেচে-গেয়ে উদযাপন করে মানুষজন। ফলে, নিরাপত্তার একটি বিষয় থেকে যায়।
ম্যাচের সূচি পরিবর্তন হলে বেশ বড় ধরনের ঝামেলায় পড়তে হবে সাধারণ দর্শকদের। এ ম্যাচকে ঘিরে ইতোমধ্যে গুজরাটের অসংখ্য হোটলে অগ্রিম বুকিং দিয়ে রেখেছে দর্শকরা। কেউ কেউ কেটে রেখেছে বিমানের টিকেট। সব মিলিয়ে, সমালোচনার মুখে পড়তে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
প্রতিবেদনে আরও জানানো হয়, বিষয়টিকে মাথায় রেখে আগামীকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ বিশ্বকাপের সকল ভেন্যুর সদস্যদের নিয়ে একটি সভা ডেকেছেন। সভায় চূড়ান্ত হবে ম্যাচটির ভবিষ্যৎ।