জুনিয়র তামিমকে যে বার্তা দিয়েছেন হাথুরুসিংহে
এশিয়া কাপ দিয়ে প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। রঙিন জার্সিতে পাখা মেলার আগে জাতীয় দলের সঙ্গে করছেন অনুশীলন। একদিন যাদের আইকন ভাবতেন তাদের সঙ্গেই এখন শেয়ার করছেন ড্রেসিংরুম। সবমিলিয়ে সময়টা দারুণ পার করছেন তরুণ এই ক্রিকেটার।
গত কদিন ধরেই জাতীয় দলের সঙ্গে অনুশীলনে তামিম। টিম ম্যানেজম্যান্ট পুরো স্বাধীনতা দিয়েছে তাকে। কোচ চন্ডিকা হাথুরুসিংহেও বার্তা দিয়েছেন—তামিম যেন নিজের সহজাত খেলাটাই খেলেন।
মূলত অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সে সবার নজরে আসেন তামিম। এ ছাড়া শ্রীলঙ্কায় আয়োজিত ইমার্জিং টিমস এশিয়া কাপে গত মাসে ব্যাট হাতে আলো ছড়ান। ১১৬.৯৯ স্ট্রাইক রেটে মাত্র চার ম্যাচেই করেন তিনটি হাফসেঞ্চুরি। ব্যাটিংয়ের ধরনও ছিল দারুণ। তাই জাতীয় দলে তার জায়গা পাওয়াটা অনেকটা অনুমিতই ছিল। অবশেষে সত্যি সত্যিই তামিমের জন্য আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার খুলল।
জাতীয় দলে ডাক পাওয়ার পর আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রথমবার সংবাদ সম্মেলনে আসেন তামিম। সাংবাদিকদের সামনে কোচের বার্তা নিয়ে তামিম বলেন, ‘জাতীয় দলে আসার পর কোচ বলেছেন, তুমি এতদিন যেভাবে খেলে এসেছো, তোমার সহজাত খেলা যেটা, সেটাই খেলবে। উনি বলেছেন যে, তোমার যদি নিজের কোনো সমস্যা থাকে, তাহলে আমার কাছে এসে কথা বলবে। উনি সব সময় প্রশ্ন করতে পছন্দ করেন। কারণ, তাহলে নিজের ভেতর থেকে সব কিছু আসে। এদিক থেকে বলব ভালো দিক।’
এ ছাড়া নিজের খেলার ধরন নিয়ে তামিম বলেন, ‘দেখুন, আমি কিছু চিন্তা করে ব্যাটিংয়ে নামি না। মনের মধ্যে এটাই থাকে যে পজিটিভ ক্রিকেট খেলব। অনেকেই বলে আমি অনেক আক্রমণাত্মক ক্রিকেট খেলি। এই রকম না। আমি শুধু স্বাভাবিক থাকার চেষ্টা করি। আমার শক্তির ওপর বিশ্বাস রাখার চেষ্টা করি। আমি বিশ্বাস করি, আমার শক্তিতে এবং পজিটিভ খেলায়।’