এশিয়া কাপের ফাইনালে কে পেলেন কত?
ভারত-শ্রীলঙ্কা ফাইনাল দিয়ে পর্দা নামল এশিয়া কাপের ২০২৩ আসরের। ১৯ দিনের ক্রিকেটীয় লড়াইয়ের শেষ হাসিটা হাসল ভারত। মাত্র ২৭ মিনিটেই রোহিত শর্মার দল ঘরে তুলেছে রেকর্ড অষ্টম শিরোপা। এশিয়া কাপের ফাইনালে কে কি পুরস্কার পেল দেখে নেওয়া যাক এক নজরে।
এশিয়া কাপের ফাইনালে ওয়ানডেতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন সিরাজ। ৭ ওভারে মাত্র ২১ রান খরচায় তুলে নেন ৬টি উইকেট। এমন অবিশ্বাস্য পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই ফাইনাল সেরার পুরস্কার নিজের করে নেন সিরাজ। পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার ডলার।
ফাইনালে কোনো উইকেট না পেলেও পুরো টুর্নামেন্টে অসাধারণ বোলিং করেছেন কুলদীপ যাদব। ৯ উইকেট নিয়ে হয়েছেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। পুরস্কার হিসেবে পেয়েছেন ১৫ হাজার ডলার।
এ ছাড়াও ফাইনালে সেরা ক্যাচ অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন রবীন্দ্র জাদেজা। পুরস্কার হিসেবে পেয়েছেন ৩ হাজার ডলার। ৩০২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ভারতীয় ব্যাটার কেএল রাহুল। আর ১১ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী লঙ্কান বোলার মাথিশা পাথিরানা।
রানার্সআপ দল হিসেবে শ্রীলঙ্কা দল পেয়েছে ৭৫ হাজার ডলার। আর চ্যাম্পিয়ন ভারত পেয়েচে ১ লাখ ৫০ হাজার ডলার। এ ছাড়াও শ্রীলঙ্কার গ্রাউন্ড স্টাফদের ৫০ হাজার ডলার পুরস্কার দেওয়া হয়েছে।
দীর্ঘ ৫ বছর পর এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে রাহুল দ্রাবিড়ের দল। বিশ্বকাপের আগে এমন দাপুটে জয় ভারতকে বাড়তি আত্নবিশ্বাস যোগাবে বলে মত অধিনায়ক রোহিত শমার্র।