আলোচনার মাঝেই বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি শুরু
বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে কম জল ঘোলা হয়নি। এখনও চলছে বিতর্ক। বিশেষ করে সাকিব-তামিমের বক্তব্যে দুই ভাগ হয়েছে ক্রিকেটাঙ্গন। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার (২৭ সেপ্টেম্বর) দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। ভারতের গুয়াহাটিতে আগামীকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
তার আগে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) গুয়াহাটিতে অনুশীলন করেছেন চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। সব আলোচনাকে একপাশে সরিয়ে বিশ্বকাপ মিশনের নিজেদের প্রস্তুত করছেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা।
এবারের বিশ্বকাপে বাংলাদেশের ১৫ জনের স্কোয়াডের আটজনই নতুন মুখ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে প্রস্তুতির জন্য মাত্র একদিন সময় পেয়েছেন ক্রিকেটাররা। অতটুকু সময়ই কাজে লাগিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আগামী ২ অক্টোবর একই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে সাকিবের দল।
দুই প্রস্তুতি ম্যাচ শেষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হিমাচল প্রদেশে ধর্মশালা স্টেডিয়ামের উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ। সেখানে আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
বাংলাদেশের বিশ্বকাপ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।