তামিমের যে সিদ্ধান্তগুলোকে ভুল বললেন মাশরাফী
বিশ্বকাপে বাংলাদেশ দলের স্কোয়াড ঘোষণা নিয়ে কম জল ঘোলা হয়নি। বাংলাদেশ দল ইতোমধ্যে ভারতে পৌঁছে গেলেও বিতর্ক থামছেই না। বিশেষত, তামিম ইকবালের দলে না থাকা নিয়ে। নিজের দলে না থাকা নিয়ে তামিম গতকাল কথা বলেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে। কথা বলেছেন সাকিব আল হাসানও। একই ইস্যুতে এবার মুখ খুললেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম-সাকিবের বিষয়ে ভিডিওবার্তা দেন মাশরাফী। সবার আগে তামিমের বেশকিছু সিদ্ধান্ত নিয়ে কথা বলেন মাশরাফী। সে সবকে ভুল বলে আখ্যা দেন তিনি। তামিমের অধিনায়কত্ব ছাড়াকে ভুল সময়ে ভুল সিদ্ধান্ত বলেন তিনি।
এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমার কাছে কোনো দিক থেকেই মনে হয়নি তামিমের অধিনায়কত্ব ছাড়া উচিত হয়েছে। যদিও, তার চোটের একটা ব্যাপার ছিল। চোট থাকলে তা নিয়ে কিছু বলার নেই। তবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) তাকে নিয়ে আত্মবিশ্বাসী ছিল। সবসময়ই বোর্ড পরিস্কার করেছে, যে বিশ্বকাপে তামিমকেই আমরা অধিনায়ক হিসেবে দেখছি। তারপরেও চোটের সঙ্গে মিলিয়ে তার অধিনায়কত্ব ছাড়াটা প্রয়োজন ছিল কি না সেটি তামিমই ভালো বলতে পারবে। তার উচিত ছিল, অধিনায়কত্ব ছাড়তে চাইলে বিশ্বকাপের ছয় মাস-এক বছর আগে ছাড়া।’
তামিমের পরের যে বিষয়টিকে ভুল হিসেবে বিবেচনা করেছেন মাশরাফী সেটি হলো, বিশ্বকাপে তামিমের দলে থাকতে না চাওয়া। এ বিষয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘বোর্ডের কেউ না কেউ তার সঙ্গে কথা বলেছে। কথা বলার এক পর্যায়ে সে কিছুটা উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হওয়ার পর সে দলে থাকতে চায়নি। আমার মনে হয় এটিও তার ভুল সিদ্ধান্ত ছিল। তামিমের সঙ্গে বিসিবির যারই কথা হয়ে থাক না কেন, উত্তেজিত হয়ে তার দলে না থাকতে চাওয়ার বিষয়টি তাড়াহুড়ো করে জানানো উচিত হয়নি। কারণ, রাগ-ক্ষোভের সময় মানুষ যে সিদ্ধান্ত নেয়, বেশিরভাগ সময় সেটি সঠিক সিদ্ধান্ত হয় না।’