তামিমকে সাকিবের ফোন দেওয়া উচিত ছিল : মাশরাফী
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। বিশ্বকাপে অংশ নিতে গতকাল ভারতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। এরই মধ্যে এখনও চলমান বাংলাদেশ স্কোয়াড নিয়ে বিতর্ক। এ দলে তামিম ইকবাল না থাকায় চলছে সমালোচনার ঝড়, আছে আলোচনাও। আর এসব বিতর্ক উসকে দিয়েছে তামিম-সাকিবের পাল্টাপাল্টি বক্তব্য। এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কথা বলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।
নিজের ফেসবুক ভেরিফায়েড পেজে ভিডিও বার্তায় মাশরাফী বলেন, ‘তামিম তার ভিডিওতে উল্লেখ করেছিল, ক্রিকেট বোর্ড থেকে যিনি কথা বলেছেন তার সঙ্গে তিনি হয়তো বলেছিলেন প্রথম ম্যাচে তাকে একাদশে না থাকতে বা থাকলেও নিচে ব্যাটিং করতে। এটি নিয়ে উত্তেজিত হয়ে হয়তো তামিম বলেছে, দলে থাকবে না। তাই বলে তাকে দলে না রাখা কেমন ব্যাপার!’
তা ছাড়া তামিমকে যে বিষয়টা বলা হয়েছে, প্রথম ম্যাচে না খেলতে বা খেললেও নিচের দিকে খেলতে, সেটি নিয়ে মাশরাফী বলেন, ‘আমার যদি বিন্দুমাত্র ক্রিকেট জ্ঞান থেকে থাকে, তাহলে এটি বোর্ডের কেউ বলার কথা না। এই কথাটা বলবেন কোচ, অধিনায়ক বা নির্বাচক যিনি দলের সঙ্গে যাবেন। মূল কথা হচ্ছে, এটি টিম ম্যানেজম্যান্ট বলবে। কথাটা তামিমকে বিশ্বকাপ দল ঘোষণার পরেও বলা যেত বা ম্যাচের দুই একদিন আগে, অর্থাৎ পরিস্থিতি বুঝে।’
এখানে সাকিব একটা ভূমিকা রাখতে পারত বলে মনে করেন মাশরাফী। মাশরাফী বলেন, ‘তামিমের বিষয়ে যেহেতু আলোচনা শুরু হয়ে গিয়েছিল এবং সাকিব দলের অধিনায়ক, সেক্ষেত্রে সাকিবের উচিত ছিল তামিমকে সে নিজেই এ বিষয়ে একটা মেসেজ বা কল দেওয়া। সাকিব যদি এক মিনিট কল দিয়ে তামিমকে বলত, আমার এই প্ল্যান আছে। তোর সঙ্গে আমি পরে কথা বলব। বিষয়টা তাহলে ওদের মধ্যেই শেষ হতো। এত আলোচনা আসত না।’