বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে যে প্রত্যাশা শোবিজ তারকাদের
দরজায় কড়া নাড়ছে ওয়ানডে বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে অংশ নিতে ইতোমধ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ওয়ানডেতে বাংলাদেশ বেশ সমীহ জাগানিয়া দলে পরিণত হয়েছে অনেকদিন ধরেই। বিশ্বকাপে তাদের ঘিরে ভক্তদের প্রত্যাশাও অনেক। সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকাদেরও রয়েছে ক্রিকেটারদের প্রতি প্রত্যাশা। এনটিভি অনলাইনকে নিজেদের সেই প্রত্যাশার কথাই জানালেন কয়েকজন তারকা।
সাবিলা নূর
‘ক্রিকেটের প্রতি আমাদের সবসময়ই একটা ভালো লাগা কাজ করে। বাংলাদেশ দলের প্রতি আমাদের অনেক অনেক আশা। বিশ্বের সামনে তারা আমাদের দেশের প্রতিনিধিত্ব করছে। এটুকু বলতে চাই, তারা যেন নিজেদের শতভাগ দিয়ে পারফর্ম করে। আর শেষে বলতে চাই, হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ।’
সালহা খানম নাদিয়া
‘ক্রিকেট খেলতে গিয়ে বুঝতে পেরেছি, খেলাটা কত কঠিন। আমরা তো বাইরে থেকে কত সমালোচনা করি। যারা মাঠে খেলে তারাই বোঝে। বাংলাদেশের ক্রিকেটাররা বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছে। ওরা যেমনই করুক, আমরা তাদের সঙ্গে আছি। সবসময়ই আমাদের সমর্থন আছে। তাদের উৎসাহ দেওয়া উচিত আমাদের।’
চয়নিকা চৌধুরী
‘আমরা খুবই আশাবাদী বাংলার দামাল ছেলেদের নিয়ে। আমার কেন যেন মনে হচ্ছে ওরা বিশ্বকাপে এবার খুব ভালো কিছু করবে। একদম বাঘের মতো গর্জে উঠবে ওরা। নয় মাস যেভাবে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছে, ক্রিকেট মাঠেও তারা সেভাবে দামাল হয়ে উঠবে এবং বিশ্বকাপটা দেশে নিয়ে আসবে।’
মৌসুমী হামিদ
‘ক্রিকেট হচ্ছে বাঙালির আবেগ। আগে একটা সময় ছিল বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের খুব একটা ভালো অবস্থান ছিল না। এখন আমাদের সব দলই সমীহ করে। বিশ্বের বুকে ওরা বাংলাদেশকে তুলে ধরছে। আমরা খুবই আশাবাদী, বাংলাদেশ বিশ্বকাপে দারুণ কিছু করবে।’
মেহজাবিন চৌধুরী
‘বাংলাদেশ দল নিয়ে বেশ বিতর্ক হয়েছে। তবে, আমার মনে হয় সব কিছু পেছনে ফেলে বিশ্বকাপে কীভাবে ভালো করা যায় সেখানে মনোযোগ দেওয়ার সময় এখন। আমাদের যে খেলোয়াড়রা আছেন, তাদের নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত। আশা করি, ভালো কিছুই উপহার দেবেন ক্রিকেটাররা।’