রদ্রিগোর বলা ‘কাপুরুষের’ জবাবে যা বললেন মেসি
আজ বুধবার (২২ নভেম্বর) ভোরে অনুষ্ঠিত হয় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ ভিন্ন মাত্রা যোগ করে ফুটবলে। ফলাফল ছাপিয়ে যেখানে উঠে আসে অহংবোধ, শ্রেষ্ঠত্ব ও মর্যাদার ব্যাপার। বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলের ম্যাচটিতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ব্রাজিলের বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ফলাফল ছাপিয়ে আলোচনায় মাঠেই দুই দলের লড়াইয়ে জড়িয়ে পড়া। এমনকি গ্যালারিতে থাকা ভক্তরাও হাতাহাতিতে জড়িয়েছেন।
ঘরের মাঠে হার, তা-ও আবার আর্জেন্টিনার কাছে। ব্রাজিলের সমর্থকদের মতো মাথা ঠিক রাখতে পারেননি ফুটবলাররাও। ম্যাচ শেষে আর্জেন্টিনা দল যখন লকার রুম থেকে বেরিয়েছে, ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে উদ্দেশ্য করে ‘কাপুরুষ’ বলেন। সঙ্গে সঙ্গে প্রত্ত্যুতরও দেন মেসি। দুজনের উত্তপ্ত বাক্য বিনিময়ের বিষয়টি প্রকাশ করেছে ক্রীড়াভিত্তিক আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
রদ্রিগোর কাপুরুষের জবাবে এগিয়ে গিয়ে জবাব দেন মেসি। রীতিমত তেড়ে গিয়ে মেসি বলেন, ‘নিজের মুখ সামলাও। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমরা কেন কাপুরুষ হতে যাব?’
ম্যাচে মেসি কোনো গোল না পেলেও জয় পেতে অসুবিধা হয়নি আকাশী-নীলদের। ৬২ মিনিটে অ্যাকুনার শট ব্রাজিলের রক্ষণভাগ প্রতিহত করলেও কর্নার পায় আলবিসেলেস্তেরা। সেখান থেকে লো সেলসোর আড়াআড়ি শট থেকে গোল করেন ওতামেন্দি। ৬৩ মিনিটে দুর্দান্ত হেডে করা তার গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। সেটিই হয়ে থাকে ম্যাচের জয়সূচক একমাত্র গোল।