তবে কি উগান্ডার কাছে কপাল পুড়বে জিম্বাবুয়ের?
জিম্বাবুয়ে ক্রিকেটের সোনালি দিন আর নেই। একের পর এক ব্যর্থতায় তাদের পিঠ ঠেকেছে খাদের তলানিতে। ভারতের মাটিতে হওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতাও অর্জন করতে পারেনি জিম্বাবুয়ে ক্রিকেট দল।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাদের ভবিষ্যৎ হুমকির মুখে। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসরে খেলতে দলটিকে এখন তাকিয়ে থাকতে হচ্ছে উগান্ডার দিকে।
টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের আফ্রিকান অঞ্চলের লড়াইয়ে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কেনিয়ার মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে। এই ম্যাচটি জিম্বাবুয়ে জিতলেও সরাসরি যেতে পারবে না মূল পর্বে। তাদের তাকিয়ে থাকতে হবে উগান্ডার দিকে।
বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ উগান্ডা খেলছে রুয়ান্ডার বিপক্ষে। এই ম্যাচে জিতলেই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে উগান্ডা। তাহলে কপাল পুড়বে জিম্বাবুয়ে ও কেনিয়ার।
আফ্রিকান অঞ্চলের বাছাইপর্ব থেকে এরই মধ্যে বিশ্বকাপ নিশ্চিত করেছে নামিবিয়া। দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে যাওয়ার দুয়ারে দাঁড়িয়ে উড়ান্ডা। এখন পর্যন্ত বাছাইপর্বে পাঁচ ম্যাচ খেলে চারটিতেই জিতেছে উগান্ডা। দলটি হেরেছে শুধু নামিবিয়ার বিপক্ষে। চার জয়ে তাই তাদের সামনে সমীকরণ সহজ। আজ রুয়ান্ডার বিপক্ষে জিতলেই বিশ্বকাপের টিকেট নিশ্চিত উগান্ডার।