যুব এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রথমবারের মতো যুব এশিয়া কাপের শিরোপা জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। ২০১৯ আসরে ফাইনালে খেললেও শিরোপা জেতা হয়নি যুবাদের। এবার সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া রাব্বিরা। সেই লক্ষ্যে আরব আমিরাতে বিপক্ষে ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আজ রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আরব আমিরাতের অধিনায়ক আয়ান আফজাল খান। দশম আসরের ফাইনালে যে দলই শিরোপা জিতুক, নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে টুর্নামেন্টটি।
নিজেদের ইতিহাসে যেকোনো পর্যায়ের ক্রিকেটে প্রথমবার এসিসি কিংবা আইসিসি টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে আমিরাত। যে কারণে শিরোপা হাতছাড়া করতে চায় না তারাও। তবে দুই দলের লড়াইয়ে ফেবারিট ভাবা হচ্ছে বাংলাদেশকেই। আরব আমিরাত এবার শ্রীলঙ্কা, পাকিস্তানকে হারিয়ে চমক দেখালেও গ্রুপপর্বে বাংলাদেশের কাছে হেরেছিল ৬১ রানে।
অন্যদিকে গ্রুপপর্বে শ্রীলঙ্কার পর ভারতকে সেমিফাইনালে হারিয়ে বাংলাদেশ জানান দিয়েছে, এবার তারা দুর্দান্ত ছন্দে আছে। নিজেদের সেরাটা দিতে পারলে ট্রফি নিয়েই দেশে ফিরতে পারবে যুবারা।