ঘরোয়া লিগ শুরুর দিনক্ষণ জানাল বাফুফে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল এবং ফেডারেশন কাপ শুরুর দিনক্ষণ জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ২২ ডিসেম্বর থেকে বিপিএল ফুটবল এবং ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ফেডারেশন কাপ। গতকাল বুধবার (২০ ডিসেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
১০ দলের বিপিএলের প্রথম পর্বের খেলা মাঠে গড়াবে ২২ ডিসেম্বর। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা আবাহনী ও রহমতগঞ্জের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিপিএল। একই দিন ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ পুলিশ ও চট্টগ্রাম আবাহনী। বিপিএলের প্রথম পর্বের ম্যাচ শেষ হবে ২০২৪ এর ২৪ ফেব্রুয়ারি।
ফেডারেশন কাপে ২৬ ডিসেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে রহমতগঞ্জ ও বাংলাদেশ পুলিশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। একই দিন দ্বিতীয় খেলায় শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। ১০টি দল তিন গ্রুপে ভাগ হয়ে খেলবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। ফেডারেশন কাপের পর্দা নামবে ২০২৪ এর ২১ মে।
এর আগে ঘরোয়া টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে গত ১৮ ডিসেম্বর। শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে ঢাকা মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তোলে বসুন্ধরা কিংস।