ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন করল আফগানিস্তান
২০২২ সালের জুলাইয়ে আফগানিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নেন সাবেক ইংলিশ ব্যাটার জোনাথন ট্রট। তার কোচিংয়ে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে চারটি ম্যাচ জিতেছে আফগানরা। একটা পর্যায়ে বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্নও দেখছিলেন রশিদ-নবীরা। এমন সাফল্যের সুবাদে ট্রটের সঙ্গে চুক্তি নবায়ন করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
গতকাল সোমবার (১ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এসিবি। সেই বিবৃতি অনুযায়ী, ২০২৪ সালের পুরোটা আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ৪২ বছর বয়সী সাবেক এই ইংলিশ ব্যাটার।
২০২২ সালে যোগ দেওয়ার পর থেকে ট্রটের কোচিংয়ে দারুণ সব সাফল্য পায় আফগানিস্তান। ওই বছরের এশিয়া কাপে চমৎকার ক্রিকেট খেলে তারা। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার কোনো সংস্করণে জয়ের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজও জেতে দলটি। বাংলাদেশের এসে জিতে যায় ওয়ানডে সিরিজ।
এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে যা করেছে আফগানরা, তা রীতিমত ইতিহাস। ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলগুলোকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণটা বেশ ভালোভাবে দেয় আফগানিস্তান। সেমিফাইনালের সম্ভাবনা জাগালেও শেষমেশ পূরণ হয়নি।
খেলোয়াড়ি জীবনে ইংল্যান্ডের হয়ে ৫২টি টেস্ট ও ৬৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ট্রট। টেস্টে ৯৩ ইনিংসে ৪৪ গড়ে করেছেন তিন হাজার ৮৩৫ রান। ওয়ানডেতে ৫১ গড়ে রান দুই হাজার ৮১৯। এ ছাড়া দেশের হয়ে সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।