আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের তালিকায় মারুফা
আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটার-২০২৩ এর জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। চারজনের সংক্ষিপ্ত তালিকায় মারুফার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড, ইংল্যান্ডের লরেন বেল এবং স্কটল্যান্ডের ডার্সি কার্টার।
গতকাল বুধবার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই তালিকা প্রকাশ করেছে। বর্ষসেরা উদীয়মান নির্বাচিত হবেন গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে। আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে সমর্থকেরা ভোট দিতে পারবেন।
১৮ বছর বয়সী মারুফা নিজের প্রথম আইসিসি ইভেন্টেই নজর কাড়েন। গত বছরের ফেব্রুয়ারিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে নেন ২৩ রানে তিন উইকেট। সেটা ছিল এই সংস্করণে স্রেফ তার তৃতীয় ম্যাচ। এরপর বছরের মাঝমাঝি সময়ে ভারতের বিপক্ষে দেশের মাটিতে সীমিত ওভারের ক্রিকেটে আলো ছড়ান মারুফা।
জুলাইতে দুই দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৯ রানে চার উইকেট শিকার করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি বল হাতে এখন পর্যন্ত তার সেরা পারফরম্যান্স। মারুফার নৈপুণ্যে সেদিন মাত্র ১৫২ রান তুলেও ডিএলএস পদ্ধতিতে ৪০ রানে জিতেছিল বাংলাদেশ।
এছাড়া, বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন ভারতের যশস্বী জসওয়াল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েতজি এবং শ্রীলঙ্কার দিলশান মাধুশঙ্কা।