পাকিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
বিশ্বকাপে বাংলাদেশের বাঁচা-মরার ম্যাচ। হারলেই বাদ, জিতলেও মেলাতে হবে সমীকরণ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার (৩ ফেব্রুয়ারি) বাংলার যুবারা মোকাবিলা করছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে। সুপার সিক্সের গ্রুপ ওয়ানের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্কে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের সামনে সমীকরণ একেবারে কঠিন, ব্যাপারটা তেমন নয়। আবার খুব যে সোজা সেটিও নয়। বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান এগিয়ে আছে পয়েন্ট ও রান রেট দুদিক দিয়েই।
সুপার সিক্সে তিন ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন চার, নেট রানরেট ০.৩৪৮। শীর্ষে থাকা ভারতের তিন ম্যাচে ছয় পয়েন্ট, রানরেট ৩.৩২৭। দুইয়ে থাকা পাকিস্তানের ছয় পয়েন্ট, রানরেট ১.০৬৪।
পাকিস্তানের বিপক্ষে তাই জয় পেলেই হচ্ছে না, খেয়াল রাখতে হবে রান রেটের দিকেও। ম্যাচে বাংলার যুবারা আগে ব্যাট করে যদি ২৫০ বা এরচেয়ে কম রান করেন, তাহলে জিততে হবে কমপক্ষে ৫০ রানের ব্যবধানে। বাংলাদেশ যদি ২৫০ রানের বেশি করে, তাহলে জিততে হবে কমপক্ষে ৫১ রানে।
অন্যদিকে, পাকিস্তান আগে ব্যাটিংয়ে নামলে বাংলাদেশকে জয় পেতে হবে ৩৮ থেকে ৪০ ওভারের মধ্যে। বাংলাদেশের লক্ষ্য যদি হয় ৩০০ রান, সেটি পেরোতে হবে ৩৯.৩ ওভারের মধ্যে। পাকিস্তান ২৫০ রান করলে সেটা টপকে যেতে হবে ৩৯ ওভারে। রানটা ২০০–তে আটকে রাখতে পারলে সেমি ফাইনালে যেতে বাংলাদেশকে জিততে হবে ৩৮.৪ ওভারে।