বিশ্বকাপে তাসকিনকে নিয়ে শঙ্কা, শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি
বিশ্বকাপের আগ মুহূর্তে তাসকিন আহমেদকে নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাঁজরের চোট পেয়ে বিশ্বকাপে অনিশ্চয়তার শঙ্কায় ডানহাতি এই পেসার। তবে, দলের এই অন্যতম বোলারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে বিসিবি। তাসকিনের সুস্থতায় দরকার হলে আমেরিকার ডাক্তারদের সঙ্গেও আলাপ করবে বাংলাদেশ।
আজ রোববার (১২ মে) বিকালে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য দিয়েছেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। তিনি জানালেন, আপাতত তাসকিনের রিপোর্ট পাবার জন্য অপেক্ষায় আছেন তারা। বোর্ডপ্রধান বলেছেন, 'আমরা কাল সকালে রিপোর্ট পাব। এরপর দেখতে হবে, সুস্থ হতে কতদিন লাগতে পারে। সাধারণত দুই থেকে তিন সপ্তাহ লাগে। এখন তার কতটা সময় লাগে সেটা আমরা দেখব। যদি দুই সপ্তাহ হয় তাহলে কি করব অথবা তিন সপ্তাহ হলে কি করব এসব দেখতে হবে। দরকার পড়লে আমরা আমেরিকার ডাক্তারদের সঙ্গে আলাপ করব। তার আগে আগামীকালের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।'
এদিকে ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা থেকে বের হবার সময় নিজের চোট নিয়ে তাসকিন নিজেও জানালেন অনিশ্চয়তার কথা। বিশ্বকাপে খেলতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে তাসকিন বলেছেন, 'এখনই কোনো কিছু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। রিপোর্টটা আসেনি। আসলে বলতে পারব।'
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের আগে চোট পাওয়ায় মাঠে নামতে পারেননি তাসকিন। জানা যায়, চতুর্থ টি-টোয়েন্টিতে বোলিং করতে গিয়ে পাঁজরে টান লাগে তাসকিনের। সেই চোট আজও অনুভব করায় খেলানোর ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। মাঠ থেকেই তাকে পাঠানো হয় হাসপাতালে করানো হয় স্ক্যান। তবে, স্ক্যানের রিপোর্ট এখনো না মিললেও তাসকিন যে অস্বস্তিতে আছেন সেটা বোঝা যায় স্পষ্ট।
তাসকিনের অস্বস্তি মানে গোটা বাংলাদেশেরই অস্বস্তি। কেননা, বিশ্বকাপে বাংলাদেশ দলের মূল বোলার তিনি। ছন্দেও আছেন যথেষ্ট। জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ খেলেই সিরিজ সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন ডানহাতি পেসার। চার ম্যাচে নিয়েছেন ৮ উইকেট, ইকোনোমিও ছিল দারুণ, ৪.৫৯। সেই তাসকিন যদি বিশ্বকাপের না যেতে পারেন তাহলে বড় বিপদেই পড়বে বাংলাদেশ।