লজ্জার হারে বাংলাদেশের বিরল রেকর্ড
যুক্তরাষ্ট্রের কাছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও উড়ে গেছে বাংলাদেশ। ব্যাটিং দৈন্যতায় দাঁড়াতেই পারেননি শান্তরা। ছোট লক্ষ্য তাড়ায় মুখ থুবড়ে পড়েছেন উইকেটে। ফলাফল ৬ রানের হার। এই হারে অবশ্য, আরেকটি লজ্জার রেকর্ডের সঙ্গে নাম লিখিয়েছে বাংলাদেশ। সেটি হলো, ক্রিকেটের প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হারের সেঞ্চুরির বিরল রেকর্ড গড়ল লাল-সবুজের দল।
হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লজ্জার হারের পর এই রেকর্ড যোগ হয় বাংলাদেশের নামে। গতকালেরটিসহ এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৬৮ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার মধ্যে হেরেছে ১০০ টি। তালিকায় দ্বিতীয় নামটা ওয়েস্ট ইন্ডিজের। ১৯৩ ম্যাচ খেলে তারা হেরেছে ৯৯টি। এরপর ১৮৯ টি টি-টোয়েন্টি খেলা শ্রীলঙ্কার হার সংখ্যা ৯৮টি। আর ১৪৫ টি ম্যাচ খেলা জিম্বাবুয়ের হারের সংখ্যা ৯৫টি। ২১৬টি টি-টোয়েন্টি খেলে নিউজিল্যান্ড হেরেছে ৯০টিতে।
মাত্র ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির অভিজ্ঞতা থাকা যুক্তরাষ্ট্রের সামনে বাংলাদেশ কাল অসহায় আত্মসমর্পণ করেছে। সিরিজের শুরুটাও হয়েছিল চরম দুঃস্বপ্নের মতো! প্রথম ম্যাচে অচেনা যুক্তরাষ্ট্রের সামনে স্রেফ উড়ে যায় বাংলাদেশ। তাই, দ্বিতীয় ম্যাচে সিরিজ বাঁচানোর জন্য জিততেই হতো বাংলাদেশকে। কিন্তু,নাহ এবারও পারল না বাংলাদেশ। ব্যাটারদের দৈন্যতায় যুক্তরাষ্ট্রের সামনে করল অসহায় আত্মসমর্পণ। বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ল স্বাগতিক যুক্তরাষ্ট্র। এই প্রথম আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়ল মোনাক প্যাটেলের দল।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৬ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতে নিল যুক্তরাষ্ট্র। শেষ ম্যাচে আগামীকাল ২৫ মে হোয়াইটওয়াশ এড়ানোর জন্য মাঠে নামবে বাংলাদেশ।
যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অচেনা পরিবেশে বৈশ্বিক লড়াই। তাই কন্ডিশন ও বাড়তি প্রস্তুতির জন্যই স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ আয়োজন। আরও স্পষ্ট করে বললে—যে সিরিজটা হওয়ার কথা স্রেফ নিজেদের ঝালিয়ে নেওয়ার। কিন্তু সেই সিরিজই কিনা অচেনা যুক্তরাষ্ট্রের কাছে হেরে অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠে গেল বাংলাদেশের।