সালাউদ্দিনকে আইনের আওতায় আনার দাবি আমিনুলের
রাজনৈতিক পালাবদলের মধ্যে বাংলাদেশে চলছে পদত্যাগের হিড়িক। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে হাত দিয়েছে রাষ্ট্র সংস্কারে। এর মধ্যে দাবি উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের। যদিও, সালাউদ্দিন জানিয়েছেন পদত্যাগ করবেন না।
বাফুফেপ্রধান না চাইলেও তার পদত্যাগের দাবিতে সরব সংশ্লিষ্টরা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলরক্ষক ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক চান, দুর্নীতিগ্রস্ত সালাউদ্দিনের বিদায়। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে একটি সভায় এ কথা জানান আমিনুল।
আমিনুল বলেন, ‘ফিফার কিছু নিয়মের বাধা রয়েছে। তা ছাড়া গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকার যে উৎখাত হয়েছে এই তথ্য ফিফার কাছেও আছে। আমরা চাই নিয়মতান্ত্রিকভাবে যেভাবে ফেডারেশনের নির্বাচন হয়, সেভাবেই হবে। এখানে যেহেতু আওয়ামীপন্থীরা বসে আছে, স্বৈরাচারী কায়দায় যারা চেয়ারকে দখল করে রেখেছে, তাদের রেখে বাংলাদেশের ফুটবলে উন্নয়ন হবে না। তাদের দুর্নীতির হিসাব চেয়ে আইনের আওতায় আনা উচিত। আমরা চাই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসে কথা বলে ফিফার নিয়ম রক্ষা করে একটি পথ বের করতে।’
নিজের পদত্যাগ প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘আমি পদত্যাগ করছি না। আমি আরও আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আমি কোন হুমকির মুখে ফুটবল ছাড়ব না। হ্যাঁ, অন্তর্বর্তী সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম। কিন্তু, কোথা থেকে কিছু ছেলে-পেলে আমাকে হুমকি দেবে, এটা মেনে নেওয়া যায় না।