প্রথম সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমস অনুষ্ঠিত
তিন দিনব্যাপী প্রথম সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমস ২০২৪-এর সমাপ্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় বিকেএসপি , সাভারে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে সমাপ্ত হয়েছে তিন দিনব্যাপী প্রথম সাউথ এশিয়ান স্কুল কমব্যাট গেমস।
এ গেমসের পুরস্কার বিতরণ ও সমাপ্তি ঘোষণা করেন বিকেএসপি-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মুনীরুল ইসলাম, এসজিপি, এসইউপি (বার)। এই গেমসে শ্রীলঙ্কা, ভারত এবং নেপালের প্রায় ১০০ জন স্কুল অ্যাথলেট অংশগ্রহণ করে। তায়কোয়ান্দো, উশু এবং কারাতে ইভেন্টে প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের যোগ্যতার ছাপ রেখেছে।
৩ দিন ব্যাপী উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ দল ১৩ টি স্বর্ণ, ১৬ টি রৌপ্য ও ১৭ টি ব্রোঞ্জ সহ মোট ৪৬ টি পদক জয়ী হয়ে প্রথম স্থান লাভ করে। পাশাপাশি ভারত দল ১০ টি স্বর্ণ, ৩ টি রৌপ্য ও ২ টি ব্রোঞ্জ সহ মোট ১৫ টি এবং নেপাল ৫ টি স্বর্ণ, ৭ টি রৌপ্য ও ৯ টি ব্রোঞ্জ সহ মোট মোট ২১ টি পদক নিয়ে যথাক্রমে ২য় ও ৩য় স্থান লাভ করে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জনাব মো: রবিউল আলম। গেমসটির আয়োজন করেছে সাউথ এশিয়ান স্কুল স্পোর্টস ফেডারেশন এবং বাংলাদেশ স্কুল স্পোর্টস এসোসিয়েশনের সহযোগিতায়।