নতুন কোচকে যেমন দেখলেন বাংলাদেশ অধিনায়ক
বাংলাদেশ দলে গত কয়েক দিনে ঘটেছে নানা অদল-বদল। উত্তপ্ত পরিস্থিতিতে জাতীয় দলের কোচের দায়িত্ব নিলেন ফিল সিমন্স। এসেই অবশ্য মিশেছেন খেলোয়াড়দের সঙ্গে। শান্ত-লিটনরাও তাকে গ্রহণ করেছেন সাদরে। সিমন্সের প্রথম মিশন দক্ষিণ আফ্রিকা সিরিজ। মিরপুরে আগামীকাল সোমবার (২১ অক্টোবর) থেকে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
এর আগে আজ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে নতুন কোচকে এখন পর্যন্ত কেমন দেখলেন, তা নিয়ে প্রশ্ন করা হয়। শান্তর জবাব, ভালো লেগেছে।
নতুন কোচ সম্পর্কে শান্ত বলেন, 'কোচ যেহেতু নতুন এসেছেন, তিনি খুব বেশি পরিকল্পনা দেননি। তিনি সবকিছু বোঝার চেষ্টা করছেন। ক্রিকেটাররা নিজেরা নিজেদের দায়িত্বটাও বোঝেন। আমি আমার পরিকল্পনাগুলো শেয়ার করেছি। কোচের ভালো লেগেছে। আশা করি ভালো কিছু হবে। তা ছাড়া. যেদিন উনি এসেছেন সেদিনই দলের সঙ্গে যোগ দিয়েছেন। সব ক্রিকেটারের সঙ্গে দেখা করেছেন। এখন পর্যন্ত তাকে ভালো লেগেছে। তবে, একেবারে তো বোঝা যায় না। খেলা শুরু হলে তখন আস্তে আস্তে বোঝা যাবে।’
ক্রিকেটারের সঙ্গে অসদাচরণ ও চাকরির নিয়ম ভাঙার অভিযোগ এনে সদ্য সাবেক হওয়া প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে সাসপেন্ড করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৪৮ ঘণ্টা শাস্তির পর করা হয় বরখাস্ত। এমন ঘটনার পর গত কদিন ধরেই আলোচনায় হাথুরুসিংহের ইস্যু। সেটি নিয়েও প্রশ্নের সম্মুখীন হন শান্ত।
সিমন্সকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও হাথুরুকে নিয়ে সেভাবে কথা বলেননি শান্ত। এক কথায় উত্তর অধিনায়ক বলেন, 'আমি আসলে এই ব্যাপারে কিছু জানিই না। সত্যি বলছি।'