সাকিব নেই কোথাও!
মিরপুরে আজকের সকালটা হতে পারত অন্যরকম। বিদায়ী টেস্টে মাঠে নামছেন সাকিব আল হাসান, কিংবদন্তির শেষের শুরুতে হেমন্তের সকাল হয়ে উঠতো আনন্দ-বেদনায় ঠাসা। কিন্তু, বিতর্ক আর নিরাপত্তা ইস্যু মিলিয়ে সাকিবের দেশেই আসা হয়নি। হয়নি বাংলাদেশের মাটি থেকে বিদায় নেওয়ার ইচ্ছেপূরণ।
এমন নয়, এর আগেও সব ম্যাচে সাকিব ছিলেন। কখনও চোটে, কখনও বিশ্রাম মিলিয়ে তাকে ছাড়াও টেস্ট খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে, এবারের আবহ বাকি সময়ের চেয়ে ঢের আলাদা। সাকিবকে আর পাওয়া যাবে না টেস্ট ক্রিকেটের অভিজাত আঙিনায়। তাকে ছাড়াই এখন থেকে পথ চলতে হবে বাংলাদেশ।
সাকিবের না থাকা বাংলাদেশ দলের জন্য ক্ষতি। সাকিব থাকা মানে একজন ক্রিকেটার বাড়তি থাকা। এখন তার শূন্যতা পূরণে লাগবে দুজন। বাংলাদেশ অধিনায়ক শান্ত তো জানিয়েই দিলেন, সাকিবের শূন্যতা পূরণে হিমশিম খাচ্ছে দল।
সেই যাত্রাটা কঠিন। তবু, একদিন সবাইকে থামতে হয়। সাকিবের থামাটা সুন্দর হয়নি, যার নেতিবাচক প্রভাব পড়েছে দলে। সময়ের সঙ্গে এটিও কেটে যাবে। বাংলাদেশ দলকে মেনে নিতে হবে, সাকিব নেই কোথাও। আর থাকবেন না।
শান্ত বলেন, ‘সাকিবকে ছাড়া আমাদের মানিয়ে নিতে সমস্যা হচ্ছে। তার মতো খেলোয়াড় তো আমাদের নেই। কিন্তু, এটি আমাদের নিয়ন্ত্রণে নেই। যারা আছে তারা মানিয়ে নিয়ে নিজেদের সেরাটা দেবেন, এমনটাই আমি প্রত্যাশা করি। এর বাইরে তো আর কিছু করার নেই।’