বাফুফে নির্বাচন : ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
দীর্ঘ ৪ ঘণ্টা পর শেষ হলো বাফুফে নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। আজ শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণের প্রক্রিয়া শেষ হলো সন্ধ্যা ৬টায়। এই সময়ে ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ১২৮জন ভোটার। বাকি ৫ জন ভোট দিতে আসেননি।
ভোট দিতে না আসা কাউন্সিলররা হলেন চট্টগ্রাম আবাহনী, নীলফামারী, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার। বাকি একজন হলেন চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর।
প্রতিজন কাউন্সিলরকে সভাপতি, সহ-সভাপতি ও সদস্য পদের জন্য তিনটি করে আলাদা ব্যালট পেপার দেওয়া হয়। প্রতি ব্যালটে সুনির্দিষ্ট পদ সংখ্যক ভোট প্রদান করতে হয়। পদের চেয়ে কম-বেশি ভোটে সেই ব্যালট বাতিল বলে গণনা হবে।
নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—এই চার পদে মোট ২০ জন নির্বাচিত হবেন। তবে এর মধ্যে একজনের নিশ্চিত হয়ে গেছে। সেটি হলো সিনিয়র সহ-সভাপতি পদ। গত ২০ অক্টোবর এই পদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন তরফদার রুহুল আমিন। তৃতীয় কোনো প্রার্থী না থাকায় সরাসরি সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন অপর প্রার্থী ইমরুল হাসান। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়ে গেছেন, সেহেতু কাল নির্বাচনে বাফুফের ১৩৩ জন কাউন্সিলর ভোট দেবেন সভাপতি, সহ-সভাপতি ও সদস্য—পদের জন্য লড়াই করা প্রার্থীদের।